যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কয়েকটি সংবাদ মাধ্যম সেই ভিডিও দেখিয়ে নিজেরাও বিতর্কে ফেঁসে যান। রক্ষণশীল কাতারের বিভিন্ন কঠোর আইন সম্পর্কে সচেতন করে দেওয়া হয়েছিল। আইন না মানা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দোহার পুলিশ। ফাইনালের দিন স্টেডিয়ামে এমন আচরণ করে মনে করা হয়েছিল ওই দুই তরুণী কঠিন শাস্তির মুখে পড়বে। দেশে ফেরায় সমস্যা হতে পারে।
advertisement
আরও পড়ুনঃ মেসির সাম্রাজ্য টলমল এমবাপের কাছে! এই তথ্য ভয় ধরানে আর্জেন্টিনা সমর্থকদের
ফাইনালের উত্তেজনায়টানটান উত্তেজনার ফাইনালে কাতারের নিয়ম কানুন ভুলেই বসেছিলেন ওই মহিলারা। আনন্দের বশে ওই কাণ্ড ঘটিয়ে ফেলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনও সাজার সম্মুখীনই হতে হয়নি দুই তরুণীকে। তাদের দেশে ফেরার ক্ষেত্রেও কোনও সমস্যা হয়নি। হয়তো কোনও কারণে কাতার প্রশাসনের নজর এড়িয়ে গিয়েছে বিষয়টি। নয়তো বিশ্বকাপ শেষে এই সব নিয়ে আর কোনও বিতর্কে জড়াতে চায়নি প্রশাসন।