মহিলা বিশ্বকাপ ফাইনাল শেষে যখন পুরস্কার দেওয়া হচ্ছিল মঞ্চে উপস্থিত ছিলেন লুইস রুবিয়ালস। স্পেনের ফুটবলার জেনি হার্মোসোর ঠোঁটে চুমু খেয়ে নেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি। সেই ঠোট ঠাসা চুমুর ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে বিতর্কও। মহিলা ফুটবলারের সঙ্গে এহেন আচরণে ক্ষোক্র উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। লুইস রুবিয়ালসের আচরণ ও ব্যবহার নিয়ে ওঠে প্রশ্ন।
advertisement
তবে দেশের ফুটবল সভাপতির আচরণ নিয়ে প্রশ্ন উঠলেও লুইস রুবিয়ালসের পাশে দাঁড়িয়েছেন জেনি হার্মোসো। তিনি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন,”আমরা সকলেই বিশ্বকাপ জয়ের আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি যা করেছেন, তা নেহাতই স্নেহ এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।” এছাড়া হার্মোসো আরও দাবি করেছেন,”আমাদের বিশ্বকাপ জয় থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই এই বিতর্ক। তবে আমরা এই বিষয়টি খুব একটা গুরুত্ব দিচ্ছি না।”