তাই বাংলা এবং গোয়ার মত কেরলও বিশ্বকাপের সময় মেতে ওঠে ব্রাজিল-আর্জেন্টিনা অথবা পর্তুগাল স্পেন নিয়ে। কোনও গ্রামের বাসিন্দারা ব্রাজিলের দিকে। কোনও গ্রামের বাসিন্দারা আর্জেন্টিনার সমর্থক। ২০ নভেম্বর কাতারে শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। কেরলের নদীতে দেখা মিলল লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের।
কেরলের ফুটবল ভক্তরা একটি নদীতে মেসি-নেইমারের বিশাল প্রতিকৃতি বা কাট-আউট স্থাপন করেছেন। পুল্লভুর শহরের কুরুঙ্গাতু কাদাভু নদীর মাঝখানে আর্জেন্টাইন সুপারস্টার মেসির একটি ৩০ ফুট কাট-আউট রাখা হয়েছে। এটি আর্জেন্টিনা ফ্যান অ্যাসোসিয়েশন দ্বারা স্থাপন করা হয়েছিল।
advertisement
একই নদীতে নেইমার জুনিয়র পেশির সামনে একটু দাঁড়িয়ে আছেন। মেসির একটু সামনে আরও বেশি লম্বা করে নেইমারের কাট-আউটের দৈর্ঘ্য বানানো হয়েছে ৪০ মিটার। মেসি, নেইমারের কাট আউটেই থেমে থাকেননি তাঁরা। পর্তুগিজ সমর্থকরা লাগিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাট আউট।
সেখানকার বাড়ির দেওয়ালেও আঁকা হয়েছে বিভিন্ন দেশের পতাকা। এর পাশাপাশি কেরলের কোঝিকোড়ে কাতার বিশ্বকাপের সময় ‘মিনি বিশ্বকাপ’-এর আয়োজন করা হবে। পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে ফিফার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে। ভারত কবে বিশ্বকাপ খেলবে জানা নেই। কিন্তু ভারতের ফুটবল আবেগ এবং বাজার যে কত বড় সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গিয়েছে ফিফার।