একদিনের ক্রিকেট এখন বিরক্তকর হয়ে দাঁড়িয়েছে। এমনই জানালেন বিশ্বকাপজয়ী মঈন আলি। ইংল্যান্ডের অলরাউন্ডার ভবিষ্যদ্বাণী করেছেন, আর ২-৩ বছর পর একদিনের ক্রিকেট দেখার দর্শক থাকবে না।
একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অনেকেই। এমনকী আইসিসি-ও একদিনের ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে চিন্তায় রয়েছে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকে বলছেন, টেস্ট কোনওমতে বেঁচে থাকলেও একদিনের ক্রিকেটের ভবিষ্যত্ অন্ধকার।
advertisement
আরও পড়ুন- Amit Panghal : বক্সিংয়ে ব্রিটিশ বধ ভারতের! দাপটে জোড়া সোনা জিতলেন অমিত এবং নীতু
তা হল কি সত্যি আশঙ্কাই সত্যি হতে চলেছে! টেস্ট আর টি-২০, এই দুই ফরম্যাট শেষ পর্যন্ত থাকবে ক্রিকেটে! বিলুপ্ত হয়ে যাবে ওডিআই! মঈন আলি দাবি করেছেন, ৫০ ওভারের ক্রিকেট খেলতে চাইবে না আর খোদ ক্রিকেটাররাই। কারণ এই ফরম্যাট এখন ক্রিকেটারদের কাছেও বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে।
এখন প্রশ্ন হল, ক্রিকেটাররা নিজেরাই যদি একদিনের ক্রিকেট খেলতে উত্সাহ না দেখান, তা হলে দর্শকরা আগ্রহ দেখাবেন কেন! একের পর এক তারকা ক্রিকেটার একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন গত কয়েক মাসে। বেন স্টোকসের মতো ক্রিকেটার রয়েছেন সেই তালিকায়। তাঁধদের অবসর একদিনের ক্রিকেটকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
মইন আলি এদিন বলেছে, '২০১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য আমি। তবুও বলতে বাধ্য হচ্ছি, একদিনের ক্রিকেটের অস্তিত্ব থাকবে আর বড়জোর ২-৩ বছর। তার পর আর এই ক্রিকেট কেউ দেখবে না। একদিনের ক্রিকেটের আর কোনও ভবিষ্যত্ নেই। টেস্ট ও টি-২০ ক্রিকেটের আলাদা একটা মজা রয়েছে। আর এই দুই ফরম্যাটের মাঝে ওডিআই গুরুত্ব হারিয়েছে।'
মঈন আলি আরও বলেন, 'ক্রিকেটাররাই আর একদিনের ক্রিকেট খেলার আগ্রহ দেখাচ্ছে না। টেস্টের আলাদা মজা রয়েছে। টি-২০ ক্রিকেট অনেক বেশি মনোরঞ্জন দিচ্ছে দর্শকদের। এদিকে একদিনের ক্রিকেট ক্রমশ বিরক্তিকর হয়ে উঠেছে।'