অ্যাশেজ কাভার করতে অস্ট্রেলিয়ায় থাকা ভন জানান, তিনি ও তাঁর পরিবার হামলার স্থান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে ছিলেন। পরিস্থিতি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রেস্তোরাঁর ভেতরে শৌচাগারের দরজা লক করে দেন। ভন লেখেন, “এতটা কাছে ছিলাম যে গুলির শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। আতঙ্ক কাটছে না।”
ভন বলেন, এমন নৃশংস হামলা অসংখ্য পরিবারকে আজীবনের জন্য বিধ্বস্ত করে দেবে। প্রথমে তিনি জরুরি পরিষেবার সাইরেনের শব্দ শুনে ভেবেছিলেন তেমন গুরুতর কিছু হয়নি। তিনি বলেন, এরকম সাইরেন বাজে সাধারণত সৈকতে হাঙরের সতর্কতা বা দু-একজন বেশি মদ্যপ লোকের ঝগড়ার সময়। তবে খুব দ্রুতই তিনি বুঝতে পারেন, পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ।
advertisement
আরও পড়ুন- হার থেকে শিক্ষা নিল টিম ইন্ডিয়া! ভারতীয় বোলারদের দাপটে ১১৭ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা
তিনি জানান, কাছের একটি পাবের বাইরে থাকার সময় এক বাউন্সার দ্রুত এগিয়ে এসে সতর্ক করেন। তার কিছুক্ষণ পরই রেস্তোরাঁ লকডাউন করা হয়। কর্তৃপক্ষ পরিস্থিতি নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত কাউকেই বাইরে যেতে দেওয়া হয়নি। ভনের মতে, তাঁরা প্রায় দুঘণ্টা ভেতরে আটকে ছিলেন।
সেই সময় ভনের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, স্ত্রীর বোন, তাঁর দুই মেয়ে এবং তাঁদের এক বন্ধুর সন্তান ছিল। তিনি জানান, ছোটদের কথা ভেবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলেন তিনি।
