TRENDING:

Morgan T20 World Cup : মর্গান বলছেন ইংল্যান্ড তৈরি চ্যালেঞ্জ নিতে

Last Updated:

Eoin Morgan believes consistency is the biggest strength of his side in T20 World Cup. ইয়ন মর্গান সম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন ইংল্যান্ড দলের সবচেয়ে বড় সুবিধা এবং শক্তি তাঁদের ধারাবাহিকতা। গত দু বছর ধরে ধারাবাহিক পারফর্ম করে আসছে দল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

আবার সেই অধিনায়ক প্রস্তুতি নিচ্ছেন দেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার জন্য। দুবাইতে আগে আইপিএলের বাকি থাকা অংশ। তারপর আরবেই শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইয়ন মর্গান সম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন ইংল্যান্ড দলের সবচেয়ে বড় সুবিধা এবং শক্তি তাঁদের ধারাবাহিকতা। গত দু বছর ধরে ধারাবাহিক পারফর্ম করে আসছে দল। এটা আধুনিক ক্রিকেটের জনপ্রিয় ফরম্যাট। এত তাড়াতাড়ি ম্যাচের রঙ বদলাতে পারে, এত দ্রুত ভাগ্য নির্ণয় হতে পারে, তাই মানুষ এই ফরম্যাট এত পছন্দ করেন।

advertisement

ইংলিশ অধিনায়ক মনে করেন টেস্ট ক্রিকেট যেমন ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ, তেমনই টি টোয়েন্টি হল আধুনিক ক্রিকেটের বেঞ্চমার্ক। কঠিন চ্যালেঞ্জ। ছোট করে দেখার জায়গা নেই। অলিম্পিকে যদি ক্রিকেট প্রবেশ করে, তবে তা করবে এই টি টোয়েন্টির হাত ধরে। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও ইংল্যান্ডের গ্রুপেই রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। তাই অত্যন্ত সাবধানে এগোতে হবে তাঁদের।

advertisement

ব্যাটিং ইউনিট হিসেবে ইংল্যান্ড অত্যন্ত শক্তিশালী দল। জেসন রয়, জনি বেয়ারস্টো, বাটলার, মালান, মরগ্যান নিজে। এছাড়া লিভিংস্টোন বড় ভূমিকা পালন করতে পারেন। বোলিং ইউনিট খারাপ নয়। জর্ডান, আদিল রশিদ, আর্চের ( সুস্থ হয়ে ফিরলে), বেন স্টোকস। সব মিলিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ান হওয়ার মত দল।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু খাতায়-কলমে শক্তিশালী দল থাকা, আর মাঠে নেমে পারফর্ম করা দুটো আলাদা। মরগ্যান সেটা বিলক্ষণ জানেন। তবে নিজের ব্যাটে শেষ কয়েকটা টুর্ণামেন্টে রান নেই। আরবে বিশ্বকাপে নামার আগে নিজের ফর্ম খুঁজে পাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ইংলিশ অধিনায়কের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Morgan T20 World Cup : মর্গান বলছেন ইংল্যান্ড তৈরি চ্যালেঞ্জ নিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল