TRENDING:

East Bengal : ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি অস্ট্রেলিয়ার জর্ডান ও’দোহার্তি, প্রশংসা স্টিফেনের

Last Updated:

Emami East Bengal pens 1 year deal with 24 years old Australian midfielder Jordan O Doherty. ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি অস্ট্রেলিয়ার জর্ডান ও’দোহার্তি, প্রশংসা স্টিফেনের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গলে আসছেন স্প্যানিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডন লুইস ও’দোহার্তি। সোমবার ম্যাচের পর লাল-হলুদের কোচ স্টিফেন কনস্টানটাইন বলেন, ও আমাদের এশিয়ান কোটার ফুটবলার। বয়স ২৪। উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। মূলত অ্যাটাকিং মিডফিল্ডার।
তরুণ অস্ট্রেলিয়ান মিডফিল্ডার এলেন ইস্টবেঙ্গলে
তরুণ অস্ট্রেলিয়ান মিডফিল্ডার এলেন ইস্টবেঙ্গলে
advertisement

আরও পড়ুন - Chinese military : চিনের সেনা ঠিক কতটা শক্তিশালী? ভারতের ভয়ের কারণই বা কতটা? জানুন

এর আগে মেলবোর্ন নাইটস, অ্যাডিলেড ইউনাইটেড, ওয়েস্টার্ন সিডনি ও নিউক্যাসেল জেটসে খেলেছে। এদিকে, গোলরক্ষক সমস্যা অনেকটাই মিটিয়ে ফেলল ইমামি ইস্টবেঙ্গল। সোমবার এফসি গোয়া থেকে তারা লিয়েনে সই করাল নবীন কুমারকে। ২০১৯ থেকে এফসি গোয়াতে খেলেছেন ৩৩ বছর বয়সি এই গোলরক্ষক। গত বছর ডুরান্ড কাপে বিজয়ী দলের অন্যতম ভরসা ছিলেন তিনি।

advertisement

এছাড়াও গোয়ার দলের হয়ে সুপার কাপ ও আইএসএল লিগ উইনার্স শিল্ড জয়ের স্বাদ পেয়েছেন নবীন। এর আগে ২০১২-১৩ মরশুমে মোহন বাগানে খেলে গিয়েছেন হোসিয়ারপুর থেকে উঠে আসা এই গোলরক্ষক। উল্লেখ্য, এবার লাল-হলুদে বাকি দুই গোলরক্ষক হলেন কমলজিৎ সিং ও পবন কুমার। একইদিনে রিজার্ভ টিম থেকে ইস্টবেঙ্গল সিনিয়র দলে সই করলেন নবি হুসেন খান, মহীতোষ রায়, তুহিন দাস ও শুভম ভৌমিক।

advertisement

জর্ডান ও’দোহার্তি মূলত সেন্ট্রাল মিডফিল্ডার। কিন্তু প্রয়োজনে আক্রমণাত্মক ফুটবলার হিসেবেও দলকে সাহায্য করতে পারেন। পাশাপাশি ডিফেন্সিভ কোয়ালিটি আছে। বছর দেড়েক আগে এসিএল চোটের সমস্যায় পড়েছিলেন। তারপর থেকে অবশ্য নিজেকে সুস্থ প্রমাণ করে ফিরে এসেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় লাভ ফুটবলারটির মাত্র ২৪ বছর বয়স। এক বছরের চুক্তি হলেও নিজেকে প্রমাণ করতে পারলে, চুক্তি বাড়তেও পারে। স্টিফেন নিজে আশাবাদী জর্ডান খুব তাড়াতাড়ি ভারতীয় ফুটবলে নিজেকে মানিয়ে নেবেন। ভিসার আবেদন করে দিয়েছেন। সব ঠিক থাকলে শুক্রবারের মধ্যে তার চলে আসার কথা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal : ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি অস্ট্রেলিয়ার জর্ডান ও’দোহার্তি, প্রশংসা স্টিফেনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল