TRENDING:

Eden Gardens: ইডেনে জানুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচের দিন বদল, জেনে নিন কবে হবে ম্যাচ

Last Updated:

আগামী বছর ২৫ জানুয়ারি ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের দিন কলকাতা পুলিশ ওই ম্যাচের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না বলে জানানোয় ম্যাচের সূচি বদলানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইডেনে ভারতের ম্যাচের দিনক্ষণ বদল। আগামী বছর ২৫ জানুয়ারি ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের দিন কলকাতা পুলিশ ওই ম্যাচের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না বলে জানানোয় ম্যাচের সূচি বদলানো হয়েছে। ২৫ জানুয়ারির বদলে এই ম্যাচ হবে ২২ জানুয়ারি।
ইডেনে জানুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচের দিন বদল
ইডেনে জানুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচের দিন বদল
advertisement

আরও পড়ুন– সাবধান! বিমানবন্দরে ভুলেও মুখে আনবেন না এই ৫টা শব্দ, কারাবাস পর্যন্ত হতে পারে, দিল্লি-কোচিতে ইতিমধ্যেই গ্রেফতার ৩

প্রথমে ঠিক ছিল চেন্নাইয়ে ২২ জানুয়ারি হবে প্রথম টি-২০। এবং ২৫ জানুয়ারি কলকাতার ইডেনে হবে দ্বিতীয় টি-২০। কিন্তু এবার নতুন সূচি অনুযায়ী, ভারত-ইংল্যান্ড প্রথম ম্যাচ হবে ইডেনে আগামী বছর ২২ জানুয়ারি।

advertisement

আরও পড়ুন- ফিরলেন বড় সাধের ইন্সপেক্টর, দ্বিতীয় সিজনের ট্রেলার লঞ্চে শহর পেল গায়ে কাঁটা দেওয়া রহস্য আর জিভে জল আনা ‘নলিনীকান্ত মিষ্টি’র স্বাদ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২৫ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে চেন্নাইয়ে। অন্যদিকে ১৪ বছর বাদে ক্রিকেট ফিরছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৬ অক্টোবর হিমাচল প্রদেশের ধরমশালায় হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে স্টেডিয়াম সংস্কারের কাজ চলছে। তাই ৬ তারিখেই ম্যাচটি বিসিসিআই আয়োজন করবে গোয়ালিয়রে। মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে ২০১০ সালে শেষবার আন্তর্জাতিক ম্যাচ হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Eden Gardens: ইডেনে জানুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচের দিন বদল, জেনে নিন কবে হবে ম্যাচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল