লাল হলুদের অভিযোগ, গতকাল ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী কর্তা আদিত্য আগারওয়ালকে whatsapp করে দেবাশীষ দত্ত জানান, আপনার অফিসের সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা নিতু সরকারের লোক। পুরোটাই ইচ্ছাকৃত হচ্ছে। ক্লাবের দাবি, গতকাল বোর্ড মিটিংয়ে আদিত্য আগরওয়াল ইস্টবেঙ্গল কর্তাদের সেই হোয়াটসঅ্যাপ দেখান।
দেবাশীষ দত্তের বিরুদ্ধে ময়দানের ঐতিহ্য এবং সৌহার্দ্য লঙ্গনের অভিযোগ তুলে ক্রীড়া মন্ত্রীকে জানাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল কর্তাদের অভিযোগ, অতীতেও বিভিন্ন সময়ে তাদের স্পন্সরদের ইস্টবেঙ্গল বিরুদ্ধে কথা জানিয়ে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করা হত দেবাশীষ দত্তের তরফে। যদিও এই অভিযোগের সঠিক সঠিক কতটা সেটা চূড়ান্তভাবে প্রমাণিত নয়। কিন্তু এই অভিযোগ সত্যি হয়ে থাকলে সেটা অত্যন্ত নিম্ন রুচির কাজ তাতে সন্দেহ নেই।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2023 4:54 PM IST