ডুরান্ড ফাইনালে মোহনবাগানের কাছে লড়াই করে হেরে রানার্স। আইএসএলে শুরুটা ভাল না করলেও শেষ পাঁচটা ম্যাচ দুরন্ত ফুটবল খেলেছে কুয়াদ্রাতের ছেলেরা। পয়েন্ট টেবিলে ১০ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থাকলেও দুরন্ত ফুটবল উপহার দিয়েছে ইস্টবেঙ্গল। তবে গোটা বছর ধরেই গোল করার লোকের অভাবে ভুগেছে লাল হলুদ।
ভাল স্ট্রাইকার থাকলে হয়তো আইএসএলে বেশ কয়েকটা ম্যাচ নিশ্চিত জয়ের মুখ দেখতো শতাব্দী প্রাচীন ক্লাবটি। তাই নতুন বছরে শুরুতেই লাল হলুদের লক্ষ্য একজন ভাল স্ট্রাইকার দলে নেওয়ার। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ভাল ফুটবলার নিয়ে এসে বাকি মরশুম ভালভাবে শেষ করাই এখন টার্গেট ইস্টবেঙ্গলের কাছে। লিগ টেবিলে প্রথম ছয় থাকার লক্ষ্যে প্রয়োজনীয় ফুটবলারের খোঁজে টিম ম্যানেজমেন্ট। তবে ভাল ফুটবলার আনতে হলে, টাকার প্রয়োজন। বিনিয়োগকারী সংস্থার পক্ষে অত টাকা দেওয়া সম্ভব নাও হতে পারে বলে খবর।
advertisement
আরও পড়ুন: ধোনি হঠাৎ কেন লম্বা চুল রাখছেন? রয়েছে বড় কারণ! জানলে মন ভাল হয়ে যাবে
তবে এই পরিস্থিতিতে হাত গুটিয়ে না থেকে দলের স্বার্থে অর্থ সাহায্য দিতে প্রস্তুত ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ভাল কিছু ফুটবলার সই করতে চাইছে ইস্টবেঙ্গল। ক্লাব কর্তারা বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে এই বিষয়ে কথা হচ্ছে বলে খবর। সূত্রের খবর, ভাল প্লেয়ার নেওয়ার জন্য বিনিয়োগকারী সংস্থার হাতে অর্থ সাহায্যও তুলে দেওয়া হতে পারে ক্লাবের পক্ষ থেকে।
মরশুমের শুরু থেকেই দল গঠন ও ক্লাবের পরিকাঠামো উন্নয়নের জন্য ক্রাউড ফান্ডিং শুরু করেছিল লাল-হলুদ ক্লাব। সেই অর্থই বিনিয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এবারের আইএসএল-এ তুলনামূলক ভাল খেললেও, প্রথম ছয়ে থেকে প্লে অফে দল যেতে পারবে কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না লাল-হলুদ সমর্থকরা। ইস্টবেঙ্গল দলের চাপ বেড়েছে গোল করতে না পারায়। একটা সময় গোল করলেও তা ধরে রাখতে পারছিল না তারা। আর এবারে সমস্যাটা স্ট্রাইকারদের ধারাবাহিকতায়। ডিফেন্ডাররা নিজেদের কাজ ঠিকভাবে করতে পারলেও, গোল পাচ্ছেন না ক্লেইটন সিলভারা। প্রশ্ন উঠতে শুরু করেছে কয়েকজন বিদেশী ফুটবলারদের নিয়েও।
তাই ভাল স্ট্রাইকারের খোঁজে লাল হলুদ ম্যানেজমেন্ট। নতুন ফুটবলার নেওয়ার পরিকল্পনার পাশাপাশি সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। আইএসএলের বিরতি থাকায় ফুটবলারদের ছুটি দিয়েছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। সুপার কাপের আগে ৪ জানুয়ারি ফুটবলারদের অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে। ৯ জানুয়ারি সুপার কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। প্রথম ম্যাচেই সামনে আইএসএলের দল। ফলে ভাল খেলাই এখন বড় চ্যালেঞ্জ। ১৯ জানুয়ারি সুপার কাপে ডার্বি। ফলে নতুন বছরের শুরুতেই কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে লাল হলুদ। নতুন বিদেশি নেওয়ার পাশাপাশি ডার্বির চ্যালেঞ্জ। তাই কোমর বেঁধে নামতে চাইছেন কুয়াদ্রাত৷