দুর্ধর্ষ কিছু দল নয় এই ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলে কাঁপিয়ে দেওয়া বিদেশি অথবা ক্রিম ভারতীয় ফুটবলার নেই দলে। আছে কিছু লড়াকু এবং মধ্যমানের ফুটবলার। আর এদের নিয়েই একটা টিম তৈরি করার পথে কার্লোস। ফুটবল টিম গেম। এই খেলায় তারাই বাজিমাত করে যাদের ক্ষমতার চেয়ে বেশি ইচ্ছে শক্তি, যোগ্যতার চেয়ে বেশি লড়াইয়ের জেদ। এই দলটার সেটা আছে। এটাই চেয়েছিলেন কোচ।
advertisement
সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ২৯ তারিখ সেমিফাইনাল। ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে নর্থ ইস্ট নিজেদের জায়গা আগেই নিশ্চিত করে নিয়েছিল সেমিফাইনালে। তাদের দলেও বড় নাম নেই। কয়েকজন লড়াকু পাহাড়ি ছেলে এবং সঙ্গে তিনজন বিদেশি। এরমধ্যে ফ্রান্সের ফিলিপ অটু বেশ ভাল। নেস্টর রজার বুদ্ধিমান ফুটবলার।
পাশাপাশি ফাল্গুনী, রিদিম, মানবীর, জিতিনরা প্রচন্ড দৌড়তে পারেন। ইস্টবেঙ্গল কোচ জানেন নর্থইস্ট দলটা শারীরিকভাবে প্রচণ্ড ফিট। তাদের বল ধরে খেলতে দিলে ইস্টবেঙ্গলের চাপ আছে। তাই আজ রাতটা সেলিব্রেট করতে চান লাল হলুদ কোচ।
শনিবার হয়তো বিশ্রাম দেবেন। সেমিফাইনালের প্রস্তুতি চলবে রবি এবং সোমবার। ইস্টবেঙ্গলের কোচ জানেন দলের গভীরতা এবং অভিজ্ঞতায় এগিয়ে ইস্টবেঙ্গল। তাই নর্থইস্টকে হারিয়ে দিতে পারলেই লাল হলুদের সামনে চলে আসবে ডুরান্ড ফাইনালে খেলার ছাড়পত্র। এটাই এখন দলের ফুটবলারদের মোটিভেশন হিসেবে দেখাতে চান কিং কার্লোস।