দ্যূতি চাঁদ বলেছেন, ‘‘ আমি আমার মনের মানুষ খুঁজে পেয়েছি ৷ আমি মনে করি প্রত্যেকের স্বাধীনতা রয়েছে তাঁরা কার সঙ্গে থাকতে চায় সেটা বেছে নেওয়ার ৷ যাঁরা সমলিঙ্গের সম্পর্কে থাকে আমরা সবসময় তাঁদের সমর্থণ করেছি ৷ এটা একেবারেই ব্যক্তিগত পছন্দ ৷ এখন আমার ফোকাস বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক্স ৷ ’’
advertisement
আরও পড়ুন - র্যাপ গাইলেন বিরাট -পন্থ ,শুনেছেন সেই গান , দেখুন ভিডিও
দ্যূতিকে শুধু ট্র্যাকের লড়াই জিততে হয়েছে তাই নয় তার বাইরেও এক বড় লড়াই তাঁকে জিততে হয়েছে ৷ লিঙ্গের প্রমাণ হিসেবে লম্বা মামলা চলেছে ৷ গত বছর কোর্ট অফ আর্ব্রিট্রেশন ফর স্পোর্টসে এই মামলায় জিতেছেন তিনি ৷এবার ব্যক্তিগত জীবনে নিয়েও সেই একইরকম লড়াই হচ্ছে ৷ দ্যূতির সম্পর্ক নিয়ে বিক্ষুব্ধ পরিবার হওয়ার আসল কারণ অন্যরকম ৷ তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যেই এভাবে তাঁর পরিবারকে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিরুদ্ধে দাঁড়াচ্ছে ৷
অন্যরকম ইঙ্গিতও দিয়েছেন
আরও দেখুন