TRENDING:

East Bengal vs Mohun Bagan Live Streaming: ডার্বির প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই, গোল না আসলেও এক অপরকে এক ইঞ্চিও জমি ছাড়ল না ইস্ট-মোহন

Last Updated:

Durand Cup 2023 East Bengal vs Mohun Bagan: নিষ্ফলা মরশুমের প্রথম ডার্বির প্রথমার্ধ। গোল না আসলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বি দলের লড়াই কিন্তু উপভোগ করল ফুটবল প্রেমিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিষ্ফলা মরশুমের প্রথম ডার্বির প্রথমার্ধ। গোল না আসলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বি দলের লড়াই কিন্তু উপভোগ করল ফুটবল প্রেমিরা। মরশুমের প্রথম ডার্বির আগে ফুটবল বিশেষজ্ঞরা অনেকটাই এগিয়ে রেখেছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। তবে ম্যাচের প্রথমার্ধে দেখা গেল অন্য ইস্টবেঙ্গলকে। যা বিগত বেশ কিছু ডার্বিতে দেখা যায়নি। নতুন দল, নতুন কোচ, অনুশীলনেরও বেশি সময় না পেলেও মাঠের লড়াইতে কিন্তু একবারের জন্য হাল ছাড়েনি লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছিলেন যে মাঠে তার দল জেতার জন্যই নামবে। সেই লড়াই করার মানসীকতা এই ইস্টবেঙ্গল দলের প্রথমার্ঝে দেখা গেল।
advertisement

মোহনবাগান যে খারাপ ফুটবল খেলেছে তেমনটা নয়। হুয়ান ফেরান্দোর দলের কাছে যেই ফুটবলটা আশা করেছিল ডুরান্ড ডার্বিতে সেই আশা এখনও পূরণ না হলেও ম্যাচের প্রথমার্ধে লাল-হলুদ রক্ষণকে একাধিকবার চাপে ফেলেছে সবুজ-মেরুণের অ্যাটাকিং লাইন। সুযোগ কাজে লাগাতে পারলে স্কোরলাইন অন্য কথা বলত। কিন্তু ইস্টবেঙ্গল যে লড়াইটা প্রথমার্ধে দিয়েছে তা নজর কেড়েছে সকলের। তবে ম্যাচে দ্বিতীয়ার্ধে বরাবর প্লাস পয়েন্টে থাকেন মোহনবাগান কোচ। নতুন স্ট্র্যাটেজিতে বারবার প্রতিপক্ষকে দ্বিতীয়ার্ঝে মাত দেন ফেরান্দো। এবার তেমনটা দেখা যায় কিনা সেটাই দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

ম্যাচের প্রথমার্ধের খেলায় শুরু থেকেই দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়। ইস্টবেঙ্গলের সাউল, সিভেরিও, বরহাস মহেশরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। তবে গোলের মুখ খোলেনি। পাল্টা অনিরুদ্ধ, মনবির, লিস্টন, সাদিকু, হুগো বুমৌসরাও চকিতে আক্রমণে গিয়েছে। তাই গোল না আসলেও ডার্বিতে দুই প্রধানের লড়াই যেটা মাঝে অনেকদিন দেখা যায়নি তা এদিন দেখা গেল যুবভারতীতে। ম্যাচে দ্বিতীয়ার্ঝে ফেরান্দো ও কুয়াদ্রাত নতুন কোন রণনীতি সাজান, ইস্টবেঙ্গল ৯০ মিনিট লড়াই দিতে পারে কিনা, না মোহনবাগান নয়ে নয় করে তার উত্তর দেবে আগামি ৪৫ মিনিট।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal vs Mohun Bagan Live Streaming: ডার্বির প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই, গোল না আসলেও এক অপরকে এক ইঞ্চিও জমি ছাড়ল না ইস্ট-মোহন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল