‘অনলাইন গেমিং নিয়ন্ত্রণ বিল’ (Promotion and Regulation of Online Gaming Bill) লোকসভা এবং রাজ্যসভায় পাস হওয়ার পরে বিষয়টি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই বিলের অধীনে ড্রিম ১১-এর মতো সমস্ত অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস এবং জুয়ার প্ল্যাটফর্মগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জুলাই ২০২৩ থেকে ড্রিম ১১ ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর ছিল। এই চুক্তিটি তিন বছরের জন্য হয়েছিল, যার অধীনে কোম্পানিটি ₹৩৫৮ কোটি টাকার ডিল করেছিল। তবে নতুন আইন কার্যকর হওয়ার পর এই চুক্তির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। উল্লেখযোগ্য, ড্রিম ১১ কিছু সময়ের জন্য আইপিএল-এর টাইটেল স্পনসর হিসেবেও ছিল।
advertisement
আরও পড়ুন- বন্ধ হতে চলেছে DREAM 11! আর জিততে পারবেন না টাকা,এবার বিরাট লোকসান! মাথায় হাত পড়ল কাদের?
বিসিসিআই-এর সচিব দেবজিত সাইকিয়া স্পষ্ট করে জানিয়েছেন, বোর্ড দেশের আইন অনুসরণ করবে। ড্রিম ১১-এর এক আধিকারিক জানান, এক্ষেত্রে তাদের হাতে আর কোনও বিকল্প নেই। এই নতুন বিলটি অনলাইন মানি গেম এবং বাজি ধরার (সাট্টা) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি, নিষেধাজ্ঞা না মেনে কেউ গেমের প্রচার করলে দোষীদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্মগুলি প্রতি বছর প্রায় ₹২.৩ বিলিয়ন (২৩০ কোটি টাকা) আয় করত, যার ফলে কোটি কোটি মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়তেন। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের অনেকে এই ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়েছেন।