ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ২০ ওভারে ১৬৬৷ সাব্বির রহমান একাই করেছিলেন ৭৭৷ রান তাড়া করতে নেমে একটা সময় রীতিমতো ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল৷ এই বুঝি বাংলাদেশ না বাজিমাত করে দেয়! সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন দীনেশ কার্তিক৷ তখন ভারতের প্রয়োজন ছিল ১২ বলে ৩৪ রান৷ ভারতীয় ফ্যানেরা যখন এমএস ধোনির অভাব অনুভব করছিলেন, তখন কার্তিক বুঝিয়ে দেন তিনি কী করতে পারেন!
advertisement
১৯ নম্বর ওভারে শাকিব বল তুলে দিয়েছিলেন দলের প্রথমসারির পেসার রুবেল হোসেনকে৷ কার্তিক তাঁকে স্বাগত জানান ওভার বাউন্ডারিতে, তার পরের দু'টো বলে কার্তিক মারেন চার ও ছয়৷ চার নম্বর বলটি ডট হয়, পাঁচ নম্বর বলে আসেন ২ রান৷ ওভারের শেষ বলে ফের চার হাঁকান কার্তিক৷ শেষ ওভারে ভারতে জেতার লক্ষ্যমাত্রা হয়ে দাঁড়ায় ১২৷
সৌম্য সরকারকে শেষ ওভার করতে বলেন শাকিব৷ এই ওভারে বিজয় শঙ্করের হাত থেকে যেমন একটি চার আসে, তেমনই উইকেটটিও দিয়ে আসেন তিনি৷ ভারতের যখন ১ বলে জেতার জন্য ৫ রান বাকি ছিল, তখন কার্তিক শেষ বলে ৬ বলে ভারতের হাতে ট্রফি তুলে দেন৷ সেদিন কার্তিক করেছিলেন ৮ বলে ২৯৷ নিদহাস ট্রফির দ্বিতীয় বার্ষিকীতে শেষ বলে ছয় মারা ও তারপরে দলের উচ্ছ্বাসের ভিডিও শেয়ার করেন কার্তিক৷ তিনি লেখেন, "অবিস্মরণীয় রাত ছিল ওটা''