TRENDING:

Kolkata League: কলকাতা প্রিমিয়ার লিগে ইতিহাস লিখতে চায় ডায়মন্ড হারবার এফসি! তৈরি কিবু

Last Updated:

কিবু আশাবাদী তার দলের ছেলেরা তার দর্শন মেনেই ফুটবল খেলবেন। জয়ের পাশাপাশি সুন্দর ফুটবল উপহার দেওয়া লক্ষ্য ডায়মন্ড হারবারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা কোচ কিবু ভিকুনা দায়িত্বে আছেন দলটার। সেই দল ডায়মন্ড হারবার ভাল ফুটবল খেলবে সেটাই স্বাভাবিক। প্রতিষ্ঠা: ২০২২ সাল। ইতিহাস: কলকাতা লিগের কনিষ্ঠতম দল। সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। গতবার সরাসরি প্রথম ডিভিশন থেকে লিগের পথ চলা শুরু হয় ডায়মন্ডহারবার এফসি’র। কোচ কিবু ভিকুনার কোচিংয়ে অভিষেকেই সারা ফেলে এক বছরের মধ্যেই প্রিমিয়ারে খেলার ছাড়পত্র পায় তারা।
কলকাতা লিগে কালো ঘোড়া ডায়মন্ড হারবার
কলকাতা লিগে কালো ঘোড়া ডায়মন্ড হারবার
advertisement

ইতিমধ্যেই দল নিয়ে লিগের প্রস্তুতিতে ব্যস্ত আই লিগ জয়ী স্প্যানিশ কোচ। অভিজ্ঞতার পাশাপাশি একঝাঁক তরুণ ফুটবলারকে এবার দলে নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য ফুটবলার: গতবারের দল থেকে অভিষেক দাস, বিক্রমজিৎ সিং, সৌরভ দাস, তন্ময় ঘোষ, সলমন কে, মহম্মদ রশিদ কে, তুহিন শিকদারকে ধরে রাখা হয়েছে। এছাড়া রাহুল পাশওয়ান, সন্দীপ মাণ্ডি, মনোতোষ চাকলাদারকে দলে নিয়েছেন ডায়মন্ডহারবার কর্তারা।

advertisement

কোচের মন্তব্য: গতবার প্রথম ডিভিশনে দল দারুণ পারফরম্যান্স মেলে ধরে। তবে এবার লড়াইটা আরও কঠিন। কলকাতা প্রিমিয়ার লিগে শুধু তিন প্রধান নয়, প্রতিটি দলই কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। তবে ছেলেরা সেরাটা মেলে ধরতে তৈরি। অনুশীলনে প্রত্যেকে বেশ পরিশ্রম করছে। সব থেকে বড় বিষয়, এবার কোনও বিদেশি না থাকায় প্রতিটি দলই একই জায়গা থেকে শুরু করবে। নিজেদের প্রমাণ করার জন্য লিগই স্থানীয় ফুটবলারদের কাছে সেরা মঞ্চ।

advertisement

advertisement

সেরা পারফরম্যান্স: প্রথম ডিভিশন চ্যাম্পিয়ন। এই প্রথম প্রিমিয়ারে খেলতে নামছে ডায়মন্ডহারবার। লক্ষ্য: গ্রুপ পর্বে মোহন বাগান, মহমেডান স্পোর্টিং, পিয়ারলেস, সাদার্ন সমিতি, টালিগঞ্জ অগ্রগামীর মতো দল রয়েছে। চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে চোখ থাকলেও, গ্রুপ পর্বের গণ্ডি টপকানোই প্রাথমিক লক্ষ্য কোচ কিবু ভিকুনার।

২৫ জুন শুরু কলকাতা লিগ। প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’ মিলিয়ে ২৬ দলের জমজমাট লড়াই। দু’টি গ্রুপের সেরা তিনটি দল পৌঁছবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে। এবারের লিগ বিদেশিহীন। তাই পাদপ্রদীপের আলোয় উঠে আসার সুযোগ স্থানীয় ফুটবলারদের কাছে। ইতিমধ্যেই প্রস্তুতিতে নেমে পড়েছে প্রতিটি দল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিবু আশাবাদী তার দলের ছেলেরা তার দর্শন মেনেই ফুটবল খেলবেন। সেভাবেই অনুশীলন হয়েছে। জয়ের পাশাপাশি সুন্দর ফুটবল উপহার দেওয়া লক্ষ্য ডায়মন্ড হারবারের।

বাংলা খবর/ খবর/খেলা/
Kolkata League: কলকাতা প্রিমিয়ার লিগে ইতিহাস লিখতে চায় ডায়মন্ড হারবার এফসি! তৈরি কিবু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল