দীপক নিজে বলছেন যখন ৬ নম্বরে ব্যাট করতে হয় তখন নিজের ভূমিকা সম্পর্কে তিনি সচেতন। ব্যাটিং বিপর্যয় ঘটলে তার পজিশনে খেলা ব্যাটসম্যানের দায়িত্ব প্রাথমিক কয়েকটা ওভার সামলে নিয়ে শেষ চার ওভারে হাত খোলা। সেই চেষ্টাই তিনি করেছেন লঙ্কার বিপক্ষে।
আরও পড়ুন - অরুণাচল এবং লাদাখে চিনকে সামলাতে ৩০০ টি আধুনিক দেশি সাঁজোয়া গাড়ি কিনবে ভারতীয় সেনা!
advertisement
হুদা জানতেন স্পিনার হাসারাঙ্গাকে পাল্টা আক্রমণ করলে রান তোলা সম্ভব। তাই তার বলে দুটো বিশাল ছক্কা মারেন। মোট চারটে ওভার বাউন্ডারি মেরেছেন দীপক। তার সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইরফান পাঠান। একটা সময় দীপক হুদার গুরু হিসেবে সাহায্য করেছিলেন ইরফান।
দীপক মারকুটে ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি কার্যকরী অফ স্পিনার হিসেবেও কাজে লাগতে পারেন। যদিও লঙ্কা দলে একাধিক বাঁহাতি ব্যাটসম্যান থাকা সত্ত্বেও হুদাকে বল করতে দেননি হার্দিক। তবে বাকি ম্যাচগুলোয় দীপক বল হাতেও সার্ভিস দেওয়ার জন্য মুখিয়ে আছেন।
আইপিএলে গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে পাওয়াটাও তাকে সাহায্য করেছে জানিয়েছেন হুদা। অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিজেও মনে করেন দেশের জার্সিতে সেরাটা দেওয়া বাকি আছে দীপক হুদার। ভাল ফিল্ডিং করার ক্ষমতাও রাখেন তিনি।