অন্যদিকে, একবারও আইপিএল ফাইনালে উঠে পরাজিত না হওয়া কেকেআর যদি চ্যাম্পিয়ন হয় তাহলে খেতাবের নিরিখে তারা ধরে ফেলতে পারবে চেন্নাই সুপার কিংসকে। দুবাইয়ে তাই হাড্ডাহাড্ডি ফাইনালেরই প্রতীক্ষায় ক্রিকেট মহল। আইপিএলের ইতিহাসে আজকের আগে কখনও ফাইনালে ৫০ ওভার বিশ্বকাপজয়ী দুই অধিনায়ককে টস করতে দেখা যায়নি।
মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে ভারতকে প্রথম টি ২০ বিশ্বকাপেই চ্যাম্পিয়ন করান। তারপর তাঁর নেতৃত্বেই ভারত ২০১১ সালের বিশ্বকাপ জিতেছিল। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। অন্যদিকে, ইয়ন মর্গ্যান ইংল্যান্ডকে অধিনায়ক হিসেবে যেখানে বিশ্বকাপ জিতিয়েছেন ২০১৯ সালে, তেমনই অধিনায়ক না হলেও টি ২০ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন। তবে ধোনির চেয়ে অভিজ্ঞতা, নেতৃত্বদান-সহ অনেকটাই পিছিয়ে মর্গ্যান।
advertisement
মুখোমুখি লড়াইয়ে মহেন্দ্র সিং ধোনির দল অনেকটা এগিয়ে কেকেআর এর তুলনায়। মোট ২৫ বারের সাক্ষাতে ১৬ বার জিতেছে চেন্নাই, ৮ বার কেকেআর। শেষ তিনটি সাক্ষাতের প্রত্যেকটা জিতেছে হলুদ জার্সি। তবে এসব পরিসংখ্যান ফাইনালে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। মুখোমুখি লড়াইয়ে যেমন চেন্নাই এগিয়ে, তেমনই চেন্নাইকে হারিয়েই নিজেদের প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর।
সেদিন অনবদ্য ইনিংস খেলেছিলেন মানবইন্দর সিং বিসলা। আজ কলকাতার জন্য কে হয়ে উঠবেন বিসলা? চেন্নাইয়ের ঘরের ছেলে দীনেশ কার্তিক? নাকি অন্য কেউ? নয় বছর আগের স্মৃতি ফেরাতে পারবে শাহরুখ খানের দল? নাকি দিনের শেষে বাজিগর হবেন মহেন্দ্র সিং ধোনি? অপেক্ষা কয়েক ঘন্টার। তবে যেটাই হোক দুটো দল নিজেদের সর্বশক্তি উজাড় করে দেবে তাতে সন্দেহ নেই।
বিজয়া দশমীর দিন কলকাতার মানুষের মন কিছুটা হলেও খারাপ। মা দুর্গার বিদায়ের দুঃখ ঘোচাতে পারে কলকাতা নাইট রাইডার্স এর চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু উল্টোদিকে আইপিএলের অন্যতম ধারাবাহিক সফল দল চেন্নাই সুপার কিংস।
চেন্নাই সুপার কিংস - ঋতুরাজ, দু প্লেসি, মইন আলি, রাইডু, রবিন উথাপ্পা, ধোনি, জাদেজা, দীপক চাহার, শার্দুল, ব্রাভো, হাজেলউড
কলকাতা নাইট রাইডার্স - গিল, ভেঙ্কটেশ, ত্রিপাঠি, রানা, ইয়ন মর্গ্যান, নারিন, সাকিব আল হাসান, দীনেশ কার্তিক, শিবম, ফার্গুসন, বরুণ