TRENDING:

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার, স্বপ্নের নায়ককে সান্ত্বনা দিতে মাঠে খুদে এই ক্রোট সমর্থক

Last Updated:

কান্না ভেজা চোখেই নেইমার জড়িয়ে ধরলেন খুদে ফ্যানকে। এক মুখ হাসি আর রোমাঞ্চ নিয়ে ফিরে গেল আগামী প্রজন্ম। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দোহা: মার্কুইনোসের পেনাল্টি শুট আউটের শট পোস্টে লাগতেই যবনিকা পড়ে গেল ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্নে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে চার চারটি গোলের পর সাম্বা নাচের যে ঝলক দেখিয়েছিল ব্রাজিল। সেই দলটাই ক্রোয়েশিয়ার কাছে হারের পর হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার। স্বপ্নভঙ্গ। অধরা রয়ে গেল ‘মিশন হেক্সা’।
Photo Source: Twitter
Photo Source: Twitter
advertisement

আবার চার বছরের দীর্ঘ অপেক্ষা। একরাশ দুঃখ বুকে করে মাঠ থেকে বেরিয়ে আসছেন নেইমার, ঠিক সেই সময় ধরা পড়ল এক অসাধারণ মুহূর্ত। কিছুক্ষণ আগেই যে দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল সেই ক্রোয়েশিয়ার গুরুত্বপূর্ণ ফুটবলার ইভান পেরিসিচের পুত্র দৌড়ে এল মাঠে। তার বাবা যখন সতীর্থদের সঙ্গে ব্রাজিল বধের সেলিব্রেশনে মত্ত ঠিক সেই সময় তার ছোট্ট ছেলে মাঠে ঢুকল। তবে পেরিসিচের ছেলে বাবার দিকে না গিয়ে দৌড়ে গেল তার স্বপ্নের নায়ক নেইমারের দিকে।

advertisement

আরও পড়ুন-কাঁদলেন নেইমার, আনন্দে নাচলেন মেসি, কাতারের এক মায়াবী রাতে ব্রাজিল বিদায়, জয়ী আর্জেন্টিনা

আসলে স্বপ্নের নায়ককে একবার ছুঁয়ে দেখার ইচ্ছে। নেইমারের দিকে ছুটে যাওয়ার সময় ছোট ছেলেটিকে আটকানোর চেষ্টা করে নিরাপত্তারক্ষী। তবে নেইমার বারণ করলেন সিকিউরিটি অফিসারকে। ক্রোয়েশিয়ার জার্সি পড়ে খুদে ফ্যান এগিয়ে আসে নেইমারের দিকে। তাঁকে হেরে যাওয়ার সমবেদনা জানাল জুনিয়র ইভান। কান্না ভেজা চোখেই নেইমার জড়িয়ে ধরলেন খুদে ফ্যানকে। এক মুখ হাসি আর রোমাঞ্চ নিয়ে ফিরে গেল আগামী প্রজন্ম। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল এই মিষ্টি এক মুহূর্তের ছবি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর চাকরির ভয় নেই জঙ্গলমহলের ছেলে-মেয়েদের, মক ইন্টারভিউয়ের আয়োজন!
আরও দেখুন

টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার। শুধু কী নেইমার কাঁদলেন। কাঁদল গোটা ব্রাজিল আর বিশ্বের কোটি কোটি হলুদ জার্সির সমর্থকরা। তবে পেরিসিচের ছেলের সঙ্গে নেইমারের সাক্ষাতের মুহূর্তটি সবকিছুকে ছাপিয়ে গেল। হয়তো কাতারের মাটিতেই শেষ বিশ্বকাপ খেলে ফেললেন নেইমার। বিশ্বকাপের অন্যতম সেরা গোল করে ফুটবল সম্রাট পেলের কীর্তি ছোঁয়ার পরেও একটা টাইব্রেকারে যাবতীয় স্বপ্ন ওলট-পালট হয়ে গেল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার, স্বপ্নের নায়ককে সান্ত্বনা দিতে মাঠে খুদে এই ক্রোট সমর্থক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল