TRENDING:

রোনাল্ডোর ‘সেলফি’-র জন্য পর্তুগালের জরিমানা !

Last Updated:

ফ্যানকে অবশ্য পুলিশের হাতে তুলে না দিয়ে তাঁর আশাপূরণ করেন ক্রিশ্চিয়ানো ৷ নিরাপত্তারক্ষীদের সরে যেতেও বলেন সিআরসেভেন ৷ এই ঘটনা মোটেই ভালোভাবে নেয়নি উয়েফা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস: ইউরো ২০১৬-এ এখনও পর্যন্ত একেবারেই তাঁর প্রতিভার ঝলক দেখা যায়নি ৷ উল্টে প্রথমে আইসল্যান্ড ফুটবলারদের প্রতি অপমানজনক মন্তব্য করে এবং তারপর অস্ট্রিয়া ম্যাচে পেনাল্টি মিস করে এখন তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ এর সঙ্গেই আবার নতুন জুড়েছে ‘সেলফি বিতর্ক’ ৷
advertisement

‘সেলফি বিতর্ক’ সেটা আবার কী ? আসলে অস্ট্রিয়া ম্যাচ শেষে একজন ফ্যান গোলপোস্টের পিছন থেকে ঢুকে পড়েন মাঠের মধ্যেই ৷ তাঁর উদ্দেশ্য ছিল শুধু সিআরসেভেনের সঙ্গে একটা সেলফি তোলা ৷ হঠাৎ করে এই ‘হামলা’-য় প্রথমে হকচকিয়ে যান নিরাপত্তারক্ষীরাও ৷ রোনাল্ডোর ওই ফ্যান মাঝমাঠ অবধি পৌঁছেও গিয়েছিলেন ৷ কিন্তু ততক্ষণে নিজের কাজে সফল ওই ব্যক্তি ৷

advertisement

ফ্যানকে অবশ্য পুলিশের হাতে তুলে না দিয়ে তাঁর আশাপূরণ করেন ক্রিশ্চিয়ানো ৷ ছবিও তোলেন তার সঙ্গে ৷ নিরাপত্তারক্ষীদেরও সরে যেতে বলেন সিআরসেভেন ৷ এই ঘটনা মোটেই ভালোভাবে নেয়নি উয়েফা ৷ এর জন্য জরিমানার মুখে পড়তে চলেছে পর্তুগাল ৷  চলতি ইউরোয় এর আগেও বিভিন্ন দলকে জরিমানা কবলে পড়তে হয়েছে ৷ স্টেডিয়ামের মধ্যে সমর্থকদের অশালীন আচরণের জন্য জরিমানা হয়েছে হাঙ্গেরির ৷ অপরদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাঠের মধ্যে সমর্থকরা বাজি ছুঁড়ে মারায় জরিমানা কবলে পড়েছে বেলিজিয়ামও ৷

advertisement

এদিকে অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করে এখন পরের পর্বে যাওয়াই অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে পর্তুগীজদের ৷ এখন যা পরিস্থিতি, তাতে শেষ ম্যাচে হাঙ্গেরিকে না হারালে শেষ ষোলোয় অনিশ্চিত হয়ে পড়বে পর্তুগালের। ম্যাচের পর হতাশ রোনাল্ডো বলেছেন, ‘‘সমর্থকদের কাছে একটাই আবেদন যে, আমাদের প্রতি ভরসা রাখুন।’’

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শনিবারই পর্তুগালের হয়ে ১২৮ নম্বর ম্যাচ খেলে ফেলেছেন রোনাল্ডো ৷ পিছনে ফেলে দিয়েছেন তাঁর দেশেরই আর এক কিংবদন্তি লুইস ফিগোকে। গ্যালারিতে হাজিরও ছিলেন প্রাক্তন অধিনায়ক। হতাশ সিআরসেভেন বলেন, ‘‘পেনাল্টি-সহ এমন কিছু গোল নষ্ট করে আমিও হতাশ। কথা দিচ্ছি আমরা ঘুরে দাঁড়াব।’’ কোচ ফার্নান্দো স্যান্টোস অবশ্য রোনাল্ডোর পাশেই দাঁড়িয়েছেন। বলেছেন, পরের ম্যাচে পেনাল্টি পেলে রোনাল্ডোই শট নিতে যাবেন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
রোনাল্ডোর ‘সেলফি’-র জন্য পর্তুগালের জরিমানা !