রোনাল্ডোর দল বদল নিয়ে জল্পনা শুরু হতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফ্যানেদের মধ্যেও উদ্বেগ বাড়ছিল। নতুন মরসুমে আবার কোন ক্লাবে যেতে চলেছেন পর্তুগিজ মহাতারকা তা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়ে যায় জোর জল্পনা। অবশেষে যাবতীয় জল্পনায় জল ঢেলে রোনাল্ডো একপ্রকার জানিয়ে দিলেন ‘এই বেশ ভাল আছি’। দল ছাড়ার প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেন,”এখানে আমি খুশি আছি। এখানেই থাকতে চাই, এখানেই থাকব। এই লিগ উন্নতি করলে বিশ্বের প্রথম পাঁচের মধ্যে চলে আসতে পারে।”
advertisement
রোনাল্ডোর মুখে সৌদি আরবের ফুটবল লিগ নিয়ে আরও প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেছেন,”সৌদির এই লিগ খুবই ভালো। লড়াই, ভাল মানের ফুটবলার সব কিছু রয়েছে। তবে বেশ কিছু জায়গা আরও উন্নতি করা প্রয়োজন। তার মধ্যে অন্যতম হল প্রযুক্তি ও রেফারিং। তাহলেই এই লিগ আরও উন্নতমানের, বিশ্বমানের হয়ে উঠবে।” ফলে রোনাল্ডোর বক্তব্য থেকে এটুকু পরিষ্কার যে আগামি মরসুমে তিনি আল নাসেরেই থাকতে চলেছেন।
প্রসঙ্গত, নিজের কেরিয়ারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দুই দফায়, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মত বড় ক্লাবে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল জীবনের সায়াহ্নে এসে এশিয় ফুটবলের মঞ্চে নাম লেখান সিআরসেভেন। প্রায় সাড়ে সতেরশো কোটি টাকার বার্ষিক চুক্তিতে আল নাসেরে এসেছিলেন রোনাল্ডো। মরশুমে ১৬ ম্যাচে ১৪টি গোল করলেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। আল নাসের লিগ শেষ করেছে দুই নম্বরে। আগামি মরসুমে দলকে চ্যাম্পিয়ন করাই মূল লক্ষ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।