TRENDING:

Cristiano Ronaldo: মেসির পর দল ছাড়ছেন রোনাল্ডো! নতুন মরশুমে নিজের সিদ্ধান্ত জানালেন সিআরসেভেন

Last Updated:

Cristiano Ronaldo: মেসির দল ছাড়া নিয়ে আলোচনার মধ্যেই আরও একটি জল্পনা তৈরি হয়েছে। রটে যায় এই মরশুমের পর পর সৌদি আরবের আল নাসের ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার নিজের দল ছাড়া নিয়ে মুখ খুললেন সিআরসেভেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিএসজির সঙ্গে মেসির বিচ্ছেদ পাকাপাকি হয়ে গিয়েছে। মেসি যে এই মরশুমের পর দল ছাড়ছেন তা জানিয়ে দিয়েছেন পিএসজির হেড কোচ ক্রিস্তোফ গালতিয়ের। আগামি মরশুমে কোন দলে খেলেন লিও তা নিয়েই কৌতুহল এখন ফুটবল বিশ্বে। মেসির দল ছাড়া নিয়ে আলোচনার মধ্যেই আরও একটি জল্পনা তৈরি হয়েছে। রটে যায় এই মরশুমের পর পর সৌদি আরবের আল নাসের ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার নিজের দল ছাড়া নিয়ে মুখ খুললেন সিআরসেভেন।
advertisement

রোনাল্ডোর দল বদল নিয়ে জল্পনা শুরু হতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফ্যানেদের মধ্যেও উদ্বেগ বাড়ছিল। নতুন মরসুমে আবার কোন ক্লাবে যেতে চলেছেন পর্তুগিজ মহাতারকা তা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়ে যায় জোর জল্পনা। অবশেষে যাবতীয় জল্পনায় জল ঢেলে রোনাল্ডো একপ্রকার জানিয়ে দিলেন ‘এই বেশ ভাল আছি’। দল ছাড়ার প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেন,”এখানে আমি খুশি আছি। এখানেই থাকতে চাই, এখানেই থাকব। এই লিগ উন্নতি করলে বিশ্বের প্রথম পাঁচের মধ্যে চলে আসতে পারে।”

advertisement

আরও পড়ুনঃ ODI World Cup 2023: ওডিআই বিশ্বকাপে ২০ জনের ভারতীয় দল চূড়ান্ত! টেস্ট চ্যাম্পিয়শিপের মাঝেও টিম ইন্ডিয়ার মিশন একদিনের বিশ্বজয়

রোনাল্ডোর মুখে সৌদি আরবের ফুটবল লিগ নিয়ে আরও প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেছেন,”সৌদির এই লিগ খুবই ভালো। লড়াই, ভাল মানের ফুটবলার সব কিছু রয়েছে। তবে বেশ কিছু জায়গা আরও উন্নতি করা প্রয়োজন। তার মধ্যে অন্যতম হল প্রযুক্তি ও রেফারিং। তাহলেই এই লিগ আরও উন্নতমানের, বিশ্বমানের হয়ে উঠবে।” ফলে রোনাল্ডোর বক্তব্য থেকে এটুকু পরিষ্কার যে আগামি মরসুমে তিনি আল নাসেরেই থাকতে চলেছেন।

advertisement

আরও পড়ুনঃ WTC Final 2023, IND vs AUS: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ড্র হলে জিতবে কোন দল, কী বলছে আইসিসির নিয়ম

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, নিজের কেরিয়ারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দুই দফায়, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মত বড় ক্লাবে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল জীবনের সায়াহ্নে এসে এশিয় ফুটবলের মঞ্চে নাম লেখান সিআরসেভেন। প্রায় সাড়ে সতেরশো কোটি টাকার বার্ষিক চুক্তিতে আল নাসেরে এসেছিলেন রোনাল্ডো। মরশুমে ১৬ ম্যাচে ১৪টি গোল করলেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। আল নাসের লিগ শেষ করেছে দুই নম্বরে। আগামি মরসুমে দলকে চ্যাম্পিয়ন করাই মূল লক্ষ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Cristiano Ronaldo: মেসির পর দল ছাড়ছেন রোনাল্ডো! নতুন মরশুমে নিজের সিদ্ধান্ত জানালেন সিআরসেভেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল