TRENDING:

ফের হ্যাটট্রিক, আরব্য রজনীতে নতুন খন্ড লেখা শুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

Last Updated:

Cristiano Ronaldo brilliant hattrick for Al Nassr against Damac in Saudi pro league. ফের হ্যাটট্রিক, আরব্য রজনীতে নতুন খন্ড লেখা শুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রিয়াদ: অনেকে বলে তার বয়স হয়েছে, কেউ বলে তিনি নাকি জোর করে ফুটবল খেলে যাচ্ছেন। অনেকেই তাকে আবার নতুন তারকাদের জায়গা আটকে রাখার জন্য দায়ী করে থাকেন। কিন্তু বাঘ বুড়ো হলেও মাংস খায়, ঘাস খায় না প্রমাণ করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপ ছেড়ে এশিয়ায় এসে ইতিমধ্যেই মানিয়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। করছেন গোলের পর গোল।
সৌদি আরবে ফের রোনাল্ডো ম্যাজিক
সৌদি আরবে ফের রোনাল্ডো ম্যাজিক
advertisement

শনিবার রাতে দামাকের বিপক্ষে হ্যাটট্রিক করে নিজ দল আল নাসরকে সৌদি প্রো লিগের শীর্ষে তুললেন। প্রতিপক্ষের মাঠে শনিবার ৩-০ গোলে জিতেছে আল নাস্‌র। প্রথমার্ধেই গোল তিনটি করেছেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচের ১৮তম মিনিটেই সিআর সেভেনের গোলে আল নাসর এগিয়ে যায়। পাঁচ মিনিট পর চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

৪৪তম মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধে দামাকের জালে আবার বল পাঠান রোনালদো। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল আল নাসর। সর্বশেষ তিন ম্যাচে এটা রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক। এখন পর্যন্ত সৌদি আরবের ক্লাবটির হয়ে লিগে ৫ ম্যাচে তার গোল ৮টি।

advertisement

আজকেরটা নিয়ে তাঁর হ্যাটট্রিক সংখ্যা গিয়ে ঠেকল ৬২টিতে। মেসির হ্যাটট্রিক ৫৬টি। রোনালদো তার ৬২ হ্যাটট্রিকের ৩২টিই করেছেন ত্রিশতম জন্মদিনের পর! আগামী শুক্রবার নিজেদের পরের ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আল বাতিন। কদিন আগেও আল নাসর দলের কোচ বলতেন রোনালদো নাকি সময় হলে আবার ইউরোপে ফিরে যাবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সেটা ফিরবেন কিনা সময় বলবে। কিন্তু বিশ্ব এবং ইউরোপের সেরা ফুটবলার তার ফুটবলার জীবনের সায়াহ্নে এসেও এশিয়ার মাটিতে যেভাবে ফুল ফোটাচ্ছেন সেটা নজির বিহীন। রোনাল্ডো হয়তো মেসির মতো দেশকে বিশ্বকাপ দিতে পারেননি। হয়তো পারবে না। পর্তুগালের জার্সিতে তার আছে একটি ইউরো কাপ এবং নেশনস লিগ। কিন্তু তিনি কতটা লড়াকু ফুটবলার প্রায় ৪০ বছরে এসেও প্রমাণ করে চলেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ফের হ্যাটট্রিক, আরব্য রজনীতে নতুন খন্ড লেখা শুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল