সম্প্রতি, একটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে রিঙ্কু সিংয়ের বাবা খনচন্দ সিং এলপিজি গ্যাস সিলিন্ডার তোলার কাজ করছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। খনচন্দ সিংকে একটি ছোট ট্রাকে এলপিজি সিলিন্ডার লোড করতে দেখা যায়।
আরও পড়ুন: মালাইকার সঙ্গে বিচ্ছেদ, ৫৭-তে ফের বিয়ে আরবাজের! ‘ভাইকে কিছু বলেন নি?’ উত্তরে এ কী বললেন সলমন?
advertisement
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে রিঙ্কু সিং জানিয়েছিলেন যে তিনি সফল ক্রিকেটার হওয়ার বাবাকে বিশ্রাম নিতে বললেও বাবা রাজি নন। রিঙ্কুর কথায়, ‘‘আমি বাবাকে বলেছি আমাদের কাছে এখন যথেষ্ট রয়েছে, সিলিন্ডার তুলতে হবে না তোমায় আর। কিন্তু উনি এখনও সেই কাজ করেন। এবং কাজ করতে ভালবাসেন।’’
প্রসঙ্গত রিঙ্কু সিং আইপিএল ২০২৪ এও কেকেআর-এর হয়ে খেলবেন। ৫৫ লক্ষ টাকা দিয়ে কেকেআর ধরে রেখেছে রিঙ্কু সিংকে। কেকেআর-এর হয়ে প্রথম রিঙ্কু খেলেছেন ২০১৮ সালে। তখন তাঁকে ৮০ লক্ষ টাকা দিয়ে রেখেছেন।