TRENDING:

Prithvi Shaw: ভারতীয় দলের তারকা ক্রিকেটারের ব্রেক-আপ! মন ভাল নেই 'ছোট সচিন'-এর

Last Updated:

Prithvi Shaw: অভিনেত্রী বান্ধবীর সঙ্গে পৃথ্বী শ-র ব্রেক আপ হয়ে গেল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনেকেই তাঁকে বলেন, ছোট সচিন। সেই পৃথ্বী শ-র কি বান্ধবী প্রাচী সিংয়ের সঙ্গে ব্রেক-আপ হয়ে গেল!
advertisement

পৃথ্বী শ ও অভিনেত্রী প্রাচী সিং ডেট করছেন, এমন খবর অনেকদিন ধরেই ছিল। দুজনে সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ ছিলেন।

২০২০ থেকে সম্পর্কে ছিলেন প্রাচী ও পৃথ্বী। তবে সম্প্রতি তাঁদের ব্রেক-আপ হয়েছে বলে খবর।

advertisement

ভারতীয় দলের তারকা ক্রিকেটার পৃথ্বী ও অভিনেত্রী প্রাচী পরস্পরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন বলে জানা যাচ্ছে।

পৃথ্বী ও প্রাচী এতদিন পর্যন্ত পরস্পরের পোস্টে লাইক, কমেন্ট করতেন। তবে এখন তাঁরা কেউ কাউকে ফলো করেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

ইনস্টাগ্রামে প্রাচী ২০০ জনকে ও পৃথ্বীকে ২৪৫ জনকে ফলো করতেন। তবে দুজনের এই তালিকা থেকে একজন কমে গিয়েছে।

বাংলা খবর/ খবর/খেলা/
Prithvi Shaw: ভারতীয় দলের তারকা ক্রিকেটারের ব্রেক-আপ! মন ভাল নেই 'ছোট সচিন'-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল