TRENDING:

Praveen Kumar: ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় ভারতের প্রাক্তন ক্রিকেটার! বেঁচে গেলেন কপাল জোরে

Last Updated:

রাত ১০টা নাগাদ দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় প্রবীণ কুমারের ল্যান্ড রোভার গাড়িতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিরাট: একটা সময় ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। প্রবীণ কুমার ২০০৮ সালের সিবি সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতকে চ্যাম্পিয়ন করতে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তাকে ভুলে যাওয়ার কথা নয়। ফিরে এল ঋষভ পন্তের ভয়াবহ গাড়ি দুর্ঘটনার স্মৃতি। এবার সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা প্রবীণ কুমারের গাড়ি দুমড়ে মুচড়ে যায় অ্যাক্সিডেন্টে।
প্রবীণের গাড়ির এমন অবস্থা হয়েছে দুর্ঘটনার পর
প্রবীণের গাড়ির এমন অবস্থা হয়েছে দুর্ঘটনার পর
advertisement

যদিও আহত হননি প্রাক্তন পেসার। মীরাটে ঘটে এই দুর্ঘটনা। রাত ১০টা নাগাদ দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় প্রবীণ কুমারের ল্যান্ড রোভার গাড়িতে। দুর্ঘটনার সময় প্রবীণের সঙ্গে গাড়িতেই ছিলেন তাঁর ছেলে। তিনিও আহত হননি। তবে প্রবীণের গাড়িটির বিস্তর ক্ষতি হয়েছে। গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়।

advertisement

আরও পড়ুন – সুনীলের গলায় বন্দে মাতরম! ফুটবল অধিনায়কের জনপ্রিয়তা হার মানাচ্ছে ক্রিকেটারদের

সেই সঙ্গে প্রবীণ কুমার ও তাঁর ছেলেকে বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করে পুলিশ। উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ভারতের হয়ে ৬টি টেস্ট, ৬৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন প্রবীণ কুমার। টেস্টে ২৭টি, ওয়ান ডে ক্রিকেটে ৭৭টি ও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৮টি উইকেট নেন তিনি।

advertisement

প্রবীণ জানিয়েছেন বড় গাড়ি ছিল বলে প্রাণে বেঁচে গিয়েছেন এবং চোট লাগেনি। কিন্তু ছোট গাড়ি হলে অনেক কিছুই হতে পারত। ছেলের জন্য ভয় পেয়ে গিয়েছিলেন। তবে প্রবীণ আশাবাদী এই হ্যাং ওভার কাটিয়ে উঠবেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Praveen Kumar: ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় ভারতের প্রাক্তন ক্রিকেটার! বেঁচে গেলেন কপাল জোরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল