যদিও আহত হননি প্রাক্তন পেসার। মীরাটে ঘটে এই দুর্ঘটনা। রাত ১০টা নাগাদ দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় প্রবীণ কুমারের ল্যান্ড রোভার গাড়িতে। দুর্ঘটনার সময় প্রবীণের সঙ্গে গাড়িতেই ছিলেন তাঁর ছেলে। তিনিও আহত হননি। তবে প্রবীণের গাড়িটির বিস্তর ক্ষতি হয়েছে। গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন – সুনীলের গলায় বন্দে মাতরম! ফুটবল অধিনায়কের জনপ্রিয়তা হার মানাচ্ছে ক্রিকেটারদের
সেই সঙ্গে প্রবীণ কুমার ও তাঁর ছেলেকে বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করে পুলিশ। উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ভারতের হয়ে ৬টি টেস্ট, ৬৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন প্রবীণ কুমার। টেস্টে ২৭টি, ওয়ান ডে ক্রিকেটে ৭৭টি ও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৮টি উইকেট নেন তিনি।
প্রবীণ জানিয়েছেন বড় গাড়ি ছিল বলে প্রাণে বেঁচে গিয়েছেন এবং চোট লাগেনি। কিন্তু ছোট গাড়ি হলে অনেক কিছুই হতে পারত। ছেলের জন্য ভয় পেয়ে গিয়েছিলেন। তবে প্রবীণ আশাবাদী এই হ্যাং ওভার কাটিয়ে উঠবেন তিনি।