আসলে ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2021) নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সময় নিজের বলই ঝাঁপিয়ে আটকাতে চেষ্টা করছিলেন তখনই চোট পান৷ বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথমবার আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮ উইকেটে হেরে যায়৷
ফাইনালের সময় তাঁর প্রচুর রক্তপাত হয়েছিল তাই খুব দ্রুত মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি৷ বিসিসিআইয়ের এক আধিকারিক পিটিআইকে ইশান্তের চোটের বিষয়ে তথ্য দেন৷ তাঁর ডান হাতের মধ্যমা ও অনামিকায় একাধিক সেলাই পড়েছে৷ তবে চোট খুব গুরুতর নয়৷ আগামী ১০ দিনের মধ্যে সেলাই খুলে দেওয়া হবে৷ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে এখনও ৬ সপ্তাহ বাকি রয়েছে৷ আশা করা হচ্ছে এর মধ্যে ইশান্ত শর্মা পুরোপুরি সেরে উঠবেন৷
advertisement
ভারতীয় দল সাউদাম্পটন থেকে লন্ডনে যাত্রা করেছেন৷ দীর্ঘ সময় বায়োবাবলে থাকলে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় তাই তাঁদের ৩ সপ্তাহের বিরতি দেওয়া হয়েছে৷ ইশান্ত শর্মা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন৷
দ্বিতীয় ইনিংসে তিনি একটিও উইকেট নিতে পারেননি৷ দ্বিতীয় ইনিংসে তিনি ৬.২ ওভার বল করেছিলেন৷ তাতে ৩.৩১ ইকোনমি রেটে ২১ রান দিয়েছিলেন৷ ভারতের পক্ষ থেকে মহম্মদ শামি প্রথম ইনিংসে সবচেয়ে বেশি ৪ উইকেট নেন৷ ভারত প্রথম ইনিংসে ২১৭ রান করেছিল আর নিউজিল্যান্ড তার উত্তরে ২৪৯ রানে অল আউট হয়েছিল৷ আর ভারত দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭০ রানই করতে পেরেছিল৷ নিউজিল্যান্ডের সেটা হাসিল করতে কোনও অসুবিধা হয়নি৷ মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা৷