TRENDING:

নজির গড়েও মাটিতে পা বিরাট কোহলির , বাংলাদেশ বধের পর কী বললেন ভারত অধিনায়ক, দেখুন ভিডিও

Last Updated:

অধিনায়ক হিসেবে সৌরভ-আজহার- ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইনদওর :  তিন দিনে খতম বাংলাদেশি বাঘ ৷ এক ইনিংস ও ১৩০ রানে প্রথম টেস্ট ম্যাচ জিতে স্বস্তিতে টিম ইন্ডিয়া ৷ সামনেই পিঙ্কবল টেস্ট ৷ তার আগে উন্মাদনা চরম কলকাতায় ৷ ইডেনে হবে ভারতের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ , টিকিট মিলছে না ৷ এই অবস্থায় টিম ইন্ডিয়ার দুরন্ত পারফরম্যান্স ৷ পাশাপাশি তৈরি হল একাধিক নজির ৷ অধিনায়ক হিসেবে ফের একবার ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলি ৷
advertisement

অধিনায়ক হিসেবে সৌরভ-আজহার- ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলি ৷ সৌরভের জয়ের তালিকায় অধিনায়ক হিসেবে ইনিংসে জয়ের সংখ্যা ৭ টি , বাকি ২ জনের মধ্যে আজহারের ৮ টি ও ধোনির ৯ টি এবার বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারিয়ে তিনি ১০ টি ইনিংস জয়ী দলের অধিনায়ক হলেন ৷

এই নিয়ে তৃতীয় বার ভারতীয় দল পরপর তিনটি টেস্টে ইনিংসে জিতল ৷ প্রথমবার হয়েছিল ১৯৯২-৯৩ সালে, দুটি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে আর একটি ছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে ৷ দ্বিতীয়বার এই কৃতিত্ব ভারত দেখিয়েছিল ১৯৯৩-৯৪ সালে তিনটি ম্যাচই ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৷ আর তৃতীয়বার এই নজির ভারত গড়ল ২০১৯-২০ সালে এর মধ্যে দুটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর একটি বাংলাদেশের বিরুদ্ধে ৷

advertisement

আরও পড়ুন - দু'হাতে খোলা তলোয়ার, মঞ্চে নাচছেন স্মৃতি ইরানি, ভিডিও ভাইরাল

টেস্টে এটা ভারতের একটানা ষষ্ঠ জয় ৷ এর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে একটানা ছয়টি টেস্ট জিতেছিল ভারত ৷ ফলে টেস্ট ক্রিকেটে যুগ্মভাবা অধিনায়ক ধোনির সঙ্গে এই কৃতিত্ব শেয়ার করলেন বিরাট কোহলি ৷

কিন্তু এত কিছুর পরেও মাটিতেই পা অধিনায়ক বিরাট কোহিলর ৷ তাঁর সাফ কথা পরিসংখ্যান গড়ার কথা মাথায় রেখে মাঠে নামা হয় না ৷ পরিসংখ্যান নিশ্চয় নিজের জায়গায় ৷ ভারতের ঐতিহাসিক এইসব নজির নিঃসন্দেহে রেকর্ড বইয়ে সোনালি কালিতে লেখা থাকবে ৷ তবে ক্যাপ্টেন কোহলির মত তাঁদের কাজ পারফরম্যান্স করে যাওয়া যাতে দেশ বা দল লাভবান হয় ৷ পাশাপাশি তাঁদের এও লক্ষ্য থাকে যাতে আগামী প্রজন্মকে ভারতীয় ক্রিকেটে আগ্রহী করে তুলতে পারা যায় ৷

advertisement

শুনে নিন ঠিক কী বলেছেন ক্যাপ্টেন কোহলি

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
নজির গড়েও মাটিতে পা বিরাট কোহলির , বাংলাদেশ বধের পর কী বললেন ভারত অধিনায়ক, দেখুন ভিডিও