TRENDING:

ঠিক যেন তাঁরই কার্বনকপি, কোন তারকা ক্রিকেটারের ছেলের ছবি পোস্ট করলেন সচিন

Last Updated:

ব্যাট ধরার স্টাইল একেবারেই তার মতো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পৃথিবীর সর্বকালীন সেরা ক্রিকেটারদের নাম নেওয়া হলে কোনও বিতর্ক ছাড়াই যে নাম অতি অবশ্যই জায়গা করে নেবে তার একটি নাম সচিন তেন্ডুলকর ৷ সচিন এক খুদের ক্রিকেট ব্যাট ধরার ধরণ দেখে নস্টালজিক হয়ে নিজের ছোটবেলার ছবি পোস্ট করেন ৷
advertisement

আসলে এই খুদে আর কেউ নন, আরেক লেজেন্ডের ছেলে ৷ ব্রায়ান লারা যিনি আর একজন ক্রিকেটের সর্বকালীন লেজেন্ড ৷ সচিন ও লারা দুজনেই মোটামুটি একই সময়ে ক্রিকেট খেলেছেন ৷ ফলে এই দুই ক্রিকেট ব্যক্তিত্ব যেমন একে অপরের বন্ধু ঠিক তেমনিই তাঁরা একে অপরকে শ্রদ্ধাও করেন ৷ তাই লারা যখন নিজের খুদের ভিডিও পোস্ট করেন তখন তার ছেলের ব্যাটিং স্টান্স দেখে নস্টালজিক হয়ে যান সচিন ৷ নিজের দারুণ পপুলার ক্রিকেট খেলার ছবির সঙ্গে একই ফ্রেমে পোস্ট করেন ছবি ৷

advertisement

নিজের ছেলে কীভাবে ব্যাট ধরার চেষ্টা করছে তা দেখাতেই ছেলের ভিডিও পোস্ট করেছিলেন ব্রায়ান লারা ৷ সচিন নিজের ছবি-র সঙ্গে ওই খুদের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আরও একটি ছেলেকে আমি চিনি যার এই একইরকম গ্রিপ ছিল ৷ যে আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা খারাপ খেলেনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
ঠিক যেন তাঁরই কার্বনকপি, কোন তারকা ক্রিকেটারের ছেলের ছবি পোস্ট করলেন সচিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল