পুণের একটি সংস্থা যা ১০০ টি পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে তাদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ সারা দেশে লকডাউনের পরিস্থিতিতে দিন আনি দিন খাওয়া ১০০ টি পরিবারকে ১৪ দিন ধরে সাহা়য্য করছে সংস্থাটি ৷ তাদেরকেই ১ লক্ষ টাকার অনুদান দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷
করোনা ভাইরাসের জেরে সারা দেশে নজিরবিহীণ ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে নরেন্দ্র মোদি সরকার ৷ দিন আনা দিন খাওয়া এই মানুষগুলিকে রিলিফ কিট দেওয়ার কথা হয়েছে৷ পুণে এই মুহূর্তে সবচেয়ে বেশি করোনা আক্রান্তদের নিয়ে কাজ করছে ৷ ৩০ জন এখন পজিটিভ হয়েছে ৷ পাশাপাশি হাজার হাজার মানুষ কোয়ারেন্টাইনে রয়েছেন ৷
advertisement
এই কিটগুলিতে দেওয়া হচ্ছে সাবান, চাল, আটা, তেল, ডাল, বিস্কুট, চা ,চিনি,মশলা, ইত্যাদি দেওয়া হচ্ছে ৷
এদিকে ধোনি যেমন পুণের একটি সংস্থাকে টাকা দিয়েছেন ঠিক তেমনভাবেই বিরাট কোহলি ও শিখর ধাওয়ান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকার অনুদান করেছেন ৷
