বিশেষত ক্রিস লিন সম্প্রতি টি ১০ লিগে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পর অনেকেরই মনে হয়েছিল লিনকে ছেড়ে ভুল করেছে কলকাতা ৷ কিন্ত লিনকে কেন ছেড়েছে কলকাতা তার উত্তর ট্যুইটে দিলেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর ৷ তাঁর ট্যুইটে রীতিমতো চমক রয়েছে ৷
আরও পড়ুন - কলকাতার আকাশে উড়ল টাকা, লোকে কুড়িয়ে নিল দেদার
advertisement
নিজের ট্যুইটে কেকেআর কর্মকর্তা লিখেছেন , ‘যুবি -ক্রিস লিনকে আমরা ছেড়েছি যাতে তোমার জন্য আমরা নিলামে তোমার জন্য দর হাঁকতে পারি ৷ চ্যাম্পিয়ন তোমার জন্য ভালোবাসা ও শ্রদ্ধা ৷ ’
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং ৷ জানিয়েছিলেন IPL এও খেলবেন না, তবে আগে সানরাইজার্স হায়দরাবাদ ও পরে কেকেআর যেভাবে আগ্রহ দেখাচ্ছে তাতে 2020 IPL এ তাঁকে খেলতে দেখার চান্স থাকছে কিনা সে নিয়েই জল্পনা ৷ এদিকে টি ১০ লিগে মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলছেন যুবি ৷ আর সেখানেই এক বিদেশি ক্রিকেটারকে পাঞ্জাবি শিখিয়ে তাঁকে দিয়ে বলাচ্ছেন প্রাক্তন এই তারকা ৷ এখানেই শেষ নয় সেই চ্যাডউইক ওয়ালটন যখন ভাঙা ভাঙা উচ্চারণে পাঞ্জাবি বলছেন তখন আবার তাতে অট্টহাস্য করছেন তিনি ৷ দেখে নিন সেই ভিডিও ৷
আরও দেখুন