এদিকে ক্রুনালের ক্লোজ কন্ট্যাক্ট আটজন নেগেটিভ এলেও তাঁরা বুধবার কেউ মাঠে নামবেন না৷ এমনটাই পিটিআইকে জানিয়েছে টিম ইন্ডিয়া সূত্র৷
advertisement
বিসিসিআই সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘‘ক্রুণালের শরীরে সংক্রমণের লক্ষণ রয়েছে, তাঁর কাশি ও গলায় ব্যাথা রয়েছে৷ তিনি সিরিজ থেকে ছিটকে গেছেন৷ বাকি দলের সঙ্গে দেশে ফিরে গেছেন৷
‘‘যদিও সুখবর তাঁর আটজন ক্লোজ কন্ট্যাক্ট হিসেবে বিসিসিআইয়ের মেডিক্যাল অফিসার (Dr Abhijit Salvi) ভেবেছিলেন তাঁরা সকলেই নেগেটিভ এসেছেন৷ নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে তাঁরা অবশ্য কেউই মাঠে নামবেন না৷ ’’
এর আগে মঙ্গলবার অলরাউন্ডার ক্রুণাল করোনা পজিটভ হন৷ কারণ দ্বিতীয় টি টোয়েন্টি (second T20I) আগে rapid antigen tests তিনি করোনা পজিটিভ ধরা পড়েন৷
বিসিসিআইয়ের মেডিক্যাল দল ক্রুণালের ক্লোজ কন্ট্যাক্টদের চিহ্নিত করেছে৷ পুরো দলের RT-PCR টেস্ট করানো হয়েছে৷ দলে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে তা লক্ষ্য রাখতেই এই পদক্ষেপ৷
ভারত তিনটি একটি একদিনের ম্যাচের সিরিজে ২-১ জিতেছে৷ অন্যদিকে তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে রবিবার কলম্বোতে ভারত ৩৮ রানে জিতেছিল৷ সেই ম্যাচে ক্রুণাল ৩ রানে অপরাজিত ছিলেন৷ বল হাতে ২ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন৷
এই ক্রীড়াসূচিতে বদলের ফলে ভারতীয় দল বুধবার ও বৃহস্পতিবার দুটি পরপর ম্যাচ খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে৷