লিডসে আয়োজক ইংল্যান্ডের কাছে এক ইনিংস ও ৭৬ রানে হেরেছে ভারত৷ এরপরেই নাসির হুসেনের মত অশ্বিন দলে এলেই সিরিজে ফিরতে পারে ভারত৷
হুসেন ব্রিটিশ দৈনিক ডেইলি মেলে নিজের কলামে লিখেছেন টিম ইন্ডিয়ার কাছে অফ স্পিনার রয়েছে- যে বিশ্ব ক্রমতালিকায় ২ নম্বরে রয়েছে, পাশাপাশি অশ্বিন ব্যাট হাতেও বেশ কার্যকরী৷ তিনি টেস্টে পাঁচটি শতরান করেছেন৷ তিনি হেডিংলেতে ইংল্যান্ডের পাঁচ জন বাঁহাতি ক্রিকেটারের বিরুদ্ধে খেলানো উচিত৷
advertisement
প্রাক্তন ইংলিশ অধিনায়ক ভারতকে আরও এক ব্যাটসম্যানকে সামিল করতে বলেছেন৷ আর ঋষভ পন্থকে ৭ নম্বরে খেলানো উচিত৷ তিনি বলেছেন বর্তমান পরিস্থিতিতে অশ্বিন যেকোনও পেসারকে সরিয়ে প্রথম একাদশে খেলতে পারেন৷ রবীন্দ্র জাদেজার সঙ্গে অশ্বিনের জুটি একেবারে পারফেক্ট প্লেয়িং ইলেভেন বানাতে পারে৷ তবে জাদেজার হাঁটুর চোটও খতিয়ে দেখতে হবে৷
অশ্বিন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন৷ তিনি ভালো বোলিং করে ৪ উইকেট নিয়েছেন৷ কিন্তু এরপর আর তিনি কোনও ম্যাচ খেলেননি যেহেতু টিম চার পেসার ও এক স্পিনারে খেলছে৷
দলের এই প্ল্যানিংয়ে অশ্বিনকে প্রথম একাদশে ফিট করানো যাচ্ছে না৷ ওভালের পিচে স্পিন কাজ করে, এটা ইংল্যান্ডের স্লো পিচগুলির মধ্যে একটি তাই এখানে অশ্বিন কার্যকারী ভূমিকা নিতে পারেন৷
২ তারিখ থেকে ওভালে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ৷ এই মুহূর্তে সিরিজে ১-১ অবস্থায় রয়েছে৷
