এই মামলা ২০১২ সালের৷ সেই সময় বিসিসিআই ডেকান চার্জার্সের (Deccan Chargers) চুক্তি শেষ করে দিয়েছিল৷ হায়দরাবাদের এই ফ্রাঞ্চাইজি বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল৷ অবসরপ্রাপ্ত বিচারপতি সি কে ঠক্করকে আরবিট্রেটর নিযুক্ত করা হয়েছিল৷ তিনি এই মামলার রায় ডেকান চার্জার্সের পক্ষে দিয়েছিলেন৷ শুনানির সময় ডেকান চার্জার্স সুদ সমেত ৬০৬৪ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিল৷ বিসিসিআই এই চুক্তি রদ করার পিছনের পুরো যুক্তি দিয়েছিল৷ শেষে বিসিসিআইয়ের বিরুদ্ধে সিদ্ধান্ত যায়৷
advertisement
আইপিএল শুরু হয় ২০০৮ সালে৷ আইপিএলে শুরুর সময় যে ফ্রাঞ্চাইজিরা ছিল তার মধ্যে ডেকান চার্জার্স ছিল৷ এটা ডেকান ক্রনিকালস হোল্ডিংস লিমিটেডের দল ছিল ৷ বিসিসিআই তাদের সঙ্গে ১০ বছরের চুক্তি করেছিল৷ ২০১২ সালে বিসিসিআই ডেকানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে তাকে বরখাস্ত করে৷ এরপর ডেকান বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়৷
আইপিএলের প্রথম পর্বে ডেকান অষ্টম দল হয়েছিল কিন্তু এরপরের মরশুমে তারা অ্যাডাম গিলক্রিস্টের অধিনায়কত্বে খেতাব জয় করে৷ ২০১০ সালে তারা দ্বিতীয় দল হয়েছিল৷ কিন্তু সেমিফাইনালে তারা চেন্নাই সুপার কিংসের কাছে হারে৷ তৃতীয় স্থানের লড়াইতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছেও তারা হারে৷ ২০১১ সালে তারা সপ্তম স্থানে ছিল৷ আইপিএল ২০১১ তে দশটি দল অংশ নিয়েছিল৷