TRENDING:

দীর্ঘদিন বন্ধ থাকার পর CAB-র উদ্যোগে ময়দানে ফিরতে চলেছে Office Cricket League

Last Updated:

ক্রিকেটারদের ভবিষ্যতের কথা ভেবে ফের অফিস লিগ শুরু করার উদ্যোগ নিতে চলেছে সিএবি| সোমবার অফিস স্পোর্টস ফেডারেশনের কর্তাদের সঙ্গে অফ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলার ক্রিকেটারদের (Bengal Cricket) জন্য সুখবর। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে অফিস ক্রিকেট লিগ (Office Cricket League)। সিএবির হাত ধরে অফিস ক্রিকেট লিগ ফিরতে চলেছে ময়দানে। ক্রিকেটারদের ভবিষ্যতের কথা ভেবে ফের অফিস লিগ শুরু করার উদ্যোগ নিতে চলেছে সিএবি| সোমবার অফিস স্পোর্টস ফেডারেশনের কর্তাদের সঙ্গে অফিস লিগ চালু করা প্রসঙ্গেই অলোচনায় বসেছিলেন সিএবি কর্তারা| সেখানেই সিদ্ধান্ত হয় খুব তাড়াতাড়ি অফিস লিগ চালু হবে।
After long gap CAB is starting again Office Cricket League
After long gap CAB is starting again Office Cricket League
advertisement

অফিস লিগ পরিচালনায় সবরকম ভাবে পরিকাঠামো দিয়ে সাহায্য সিএবি। ময়দানের বেশ কয়েকটি মাঠ অফিস লিগ আয়োজন করার জন্য দেবে সিএবি। ম্যাচ আয়োজনের আম্পায়ার, স্কোরার, ম্যাচ অফিসিয়াল দেবে সিএবি। টুর্নামেন্টের ক্রীড়াসূচি তৈরি করতে সাহায্য করবেন সিএবি কর্তারা।

আরও দেখুন  - Video| Bankura থেকে Kolkata, পেটে টিউমার, ভর্তি হননি হাসপাতালে, কেন?

advertisement

সিএবিতে ক্রিকেট গাইডলাইন এবং নিয়ম রয়েছে তা মেনে আয়োজিত হবে অফিস ক্রিকেট লিগ। সোমবার বৈঠকে হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম-সচিব দেবব্রত দাস, গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান মদন ঘোষ এবং অফিস স্পোর্টস ফেডারেশনের পক্ষ থেকে বৈঠকে ছিলেন প্রদীপ কুমার বসু।

আরও দেখুন - Video: Kalimpong to Bollywood, Laal Singh Chadda তে আমিরের পাশে সোনমারিকা

advertisement

বেশ কয়েক বছর আগে ময়দানে জমজমাট টুর্নামেন্ট হিসেবে পরিচিত ছিল অফিস লিগ। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কয়েকটি অফিস অংশগ্রহণ করত টুর্নামেন্টে। বাংলার নামকরা তারকার প্রত্যেকে এই অফিস লিগে খেলতেন। মর্যাদার এই টুর্নামেন্টের ভালো ফল করতে ভাল দল করত অফিসগুলি। প্লেয়ার্স কোটায় চাকরিও হত। ইনকাম ট্যাক্স, এজি বেঙ্গল, পিএনটি, মেট্রো, বিদ্যুৎ দপ্তর সহ বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্র সরকারি অফিস এই টুর্নামেন্টে খেলত। সিইএসসির মতো অফিসও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করত। তবে পরিকাঠামোর অভাব, সঠিক সময়ে টুর্নামেন্ট আয়োজন না হওয়া, স্পোর্টস কোটায় চাকরি কমে যাওয়া এবং ক্রিকেটারদের অংশগ্রহণের অনীহা থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় অফিস ক্রিকেট লিগ। তবে এবার সেই ঐতিহ্যশালী অফিস ক্রিকেট লিগকে ময়দানে ফেরাতে আসরে নামল সিএবি।  অফিস ক্রিকেট লিগ জনপ্রিয়তা লাভ করলে আখেরে লাভ হবে ক্রিকেটারদেরই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়দেব-কেন্দুলিতে বিরাট চমক অনুব্রতর...! একতারা হাতে ‘হৃদ মাঝারে’? বাউল সুরে মাতালেন কেষ্ট
আরও দেখুন

অফিস গুলি ফের প্লেয়ার্স কোটায় ক্রিকেটার নেওয়া শুরু করবে। শুধু সরকারি না বেসরকারি অফিস গুলোকে এই টুর্নামেন্টে নিয়ে আসতে চান উদ্যোক্তারা। কর্পোরেট কয়েকটি অফিস এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলে সেখানে বাংলা ক্রিকেটাররা চাকরির সুযোগ পাবেন।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
দীর্ঘদিন বন্ধ থাকার পর CAB-র উদ্যোগে ময়দানে ফিরতে চলেছে Office Cricket League
Open in App
হোম
খবর
ফটো
লোকাল