TRENDING:

কোপায় স্বপ্ন শেষ কাকার

Last Updated:

কোপা শুরুর আগেই ব্রাজিলের কাছে বড় ধাক্কা ৷ টুর্নামেন্টে খেলার স্বপ্ন শেষ কাকার। সদ্য ডগলাস কোস্তার জায়গায় দলে ঢুকেছিলেন ৷ কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে শতবর্ষের কোপায় আর খেলা হল না এই ব্রাজিলিয় মিডিওর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্রাসিলিয়া:  কোপা শুরুর আগেই ব্রাজিলের কাছে বড় ধাক্কা ৷ টুর্নামেন্টে খেলার স্বপ্ন শেষ কাকার। সদ্য ডগলাস কোস্তার জায়গায় দলে ঢুকেছিলেন ৷ কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে শতবর্ষের কোপায় আর খেলা হল না এই ব্রাজিলিয় মিডিওর। কাকার বদলে ব্রাজিলের ২৩ জনের স্কোয়াডে ঢুকলেন গানসো।
advertisement

প্রাক্তন রিয়াল মাদ্রিদ এবং এসি মিলান তারকা বর্তমানে খেলেন আমেরিকার মেজর সকার লিগে ৷ অরল্যান্ডো সিটির হয়ে খেলায় আমেরিকার ফুটবল এখন হাতের তালুতে কাকার ৷ জাতীয় দলে তাই প্রত্যাবর্তনও হয়েছিল তাঁর ৷ কিন্তু তাতে বিশেষ লাভ হল না ৷ এই নিয়ে এখনও পর্যন্ত পাঁচ জন ফুটবলার টুর্নামেন্ট শুরুর আগেই চোটের জন্য সরে যেতে বাধ্য হলেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুক্রবার থেকেই আমেরিকায় শুরু হতে চলেছে ১০০তম কোপা আমেরিকা ৷ ব্রাজিলের প্রথম ম্যাচ শনিবার ইকুয়েডরের বিরুদ্ধে ৷

বাংলা খবর/ খবর/খেলা/
কোপায় স্বপ্ন শেষ কাকার