লিওনেল মেসির জন্য এটিই ছিল শেষ কোপা আমেরিকা। তবে শেষ ম্যাচেও পুরোটা খেলা হল না মেসির। চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। আর চোট পেয়ে মাঠ ছাড়ার সময়ে কান্নায় ভেঙে পড়লেও লিও মেসি। ঠিক যে ভাবে ২০১৬ সালের ফাইনালে চিলির বিরুদ্ধে টাইব্রেকারে পেনাল্টি মিস করায় কেঁদেছিলেন তিনি। তবে সে বার হারের বোঝা মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছিল তাঁকে। এ বার মেসিহীন আর্জেন্টিনা জিতল।
advertisement
আরও পড়ুন-১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই, মার্টিনেজের গোলে কোপা জয় মেসির আর্জেন্টিনার
ম্যাচের ৩৭ মিনিটে মূলত নতুন করে চোট লেগেছিল মেসির। আক্রমণে ওঠার সময়ে তাঁকে কড়া ট্যাকেল করেন কলম্বিয়ার রাইটব্যাক সান্টিয়াগো আরিয়াস। চোট পান মেসি। এর পরে সাময়িক চিকিৎসা চলে তাঁর। তবে খেলায় ফিরে আসেন কিছুক্ষণের মধ্যেই। কিন্তু গোটা ম্যাচ অবশ্য খেলতে পারেননি তিনি ৷ ৬৬ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি ৷