এদিকে সুধীর এদিন নিজের দ্বিতীয় চেষ্টায় ২১২ কেজি ওজন উঠিয়ে ১৩৪.৫ পয়েন্টের সঙ্গে গোল্ড মেডেল জেতেন৷ যদিও সুধীর নিজের শেষ চেষ্টায় ২১৭ কেজি ওঠাতে পারেননি৷ নাইজেরিয়ার ইকেচুকবু ক্রিস্টিয়ন উবিচুকবু ১৩৩.৬ পয়েন্ট রুপো পান, স্কটল্যান্ডের মিকি ইয়ুলে ১৩০.০৯ পয়েন্টের সঙ্গে ব্রোঞ্জ জেতেন৷ ক্রিস্টিয়ান ১৯৭ কেজি ও য়ুে ১৯২ কেজি তোলেন৷
আরও পড়ুন – Partha Chatterjee Arrested: “গরিবরা মরবে আর পার্থ ফ্যাট কিনবে?”, জুতো ছুঁড়ে মারার পর বিস্ফোরক মহিলা
advertisement
পাওয়ার লিফটিংয়ের ভার ওঠাতে শরীরের ওজন এবং পদ্ধতি অনুসারে পয়েন্ট পাওয়া যায়৷ সমান ওজন ওঠানোর ওপর শারীরিক রপে কম ওজনের প্লেয়াররা দ্বিতীয়জন বেশি পয়েন্ট পান৷
এর আগে মনপ্রীত কউর এবং সকিনা খাতুন মহিলা লাইটওয়েট ফাইনালে চতুর্থ ও পঞ্চম হন৷
এদিকে ভারতের লং জাম্পার কমনওয়েলথ গেমসে রুপো জিতে ইতিহাস তৈরি করলেন ৷ অন্যদিকে মহম্মদ অনস যাহিয়া পদক পাননি৷ শ্রীশঙ্কর ৮.০৮ মিটার দূরে লম্বা লাফান৷
সোনা জয়ী প্রতিদ্বন্দ্বীও এটাই লাফিয়েছিলেন , কিন্তু দ্বিতীয় চেষ্টায় ভারতীয় অ্যাথলিট শ্রী শঙ্কর ৭.৯৮ মিটার লাফান৷ শ্রী শঙ্করের লাফানোর সময় হাওয়ার গি প্লাস ১.৫ মিটার প্রতি সেকেন্ড এবং নের্নের সময়ে মাইনাস ০.১ মিটার প্রতি সেকেন্ড ছিল৷