স্বাত্বিক চিরাগ নিজের ওপেনিং ম্যাচ হারেন৷ পিভি সিন্ধু গুরুত্বপূর্ণ ম্যাচটি জেতেন৷ নির্ণায়ক চাপের ম্যাচটি হেরে যান কিদম্বি শ্রীকান্ত৷ এদিকে গায়াত্রী গোপীচাঁদ ও তৃষা জলির তরুণ জুটিও চাপ রাখতে রাখতে পারেননি৷ হাড্ডাহাড্ডি লড়াইতে তাঁরাও হেরে যান৷
আরও পড়ুন - Ind vs WI: ভারতীয় দলের এ কী হাল! এক অর্শদীপ সিংয়ের জার্সিতে তিনজন, কারণ নিয়ে মুখে কুলুপ
advertisement
ভারতীয় দলকমনওয়েলথ গেমসে পঞ্চম দিনে (মঙ্গলবার) চতুর্থ পদক জিতেছিল৷ এর আগে মঙ্গলবার ভারতীয় মহিলা দল লন বল এবং পুরুষ টেবল টেনিসে সোনার পদক জিতেছিল৷ ওয়েটলিফটার বিকাশ রুপোর পদক জিতেছে৷ এই নিয়ে মোট ১৩ পদক জিতল৷ ২০২২ কমনওয়েলথ গেমসে এটা ১৩ তম পদক হল৷
বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে ভারত পদক বিজেতা
৫ টি সোনার পদক- মীরাবাই চানু. জেরোমি লালরিনুঙ্গা, অন্তচিতা শিউলি, মহিলা লন বল দল, টেবল টেনিস পুরুষ দল
৫ টি রুপোর পদক- সঙ্কেত সরগরি, বিন্দিয়ারাণী দেবী, সুশীলা দেবী, বিকাস ঠাকুর, ভারতীয় ব্যাডমিন্টন দল
৩ টি ব্রোঞ্জ- গুরুরাজা পূজারী, বিজয় কুমার যাদব, হরজিন্দর কউর