TRENDING:

টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় অনুর্ধ্ব ১৯ মহিলা দলকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ জিতল ভারতীয় মহিলা দল। ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৬৮-তেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় পায় মহিলা টিম ইন্ডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইতিহাসে পাতায় নাম লিখিয়েছে ভারতীয় অনুর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল। দক্ষিণ আয়োজিত প্রথম ছোটদের টি-২০ বিশ্বকাপ বিজয় পতাকা উড়িয়েছে ভারত। যে কোনও পর্যায়ের মহিলা ক্রিকেটে এটাই ভারতের প্রথম বিশ্বকাপ জয়। ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে জয় পায় শেফিলা ভার্মা, রিচা ঘোষ, তিতাস সাধু, ঋষিতা বোসরা। বিশ্বজয়ের পর বিসিসিআই তরফ খেকে আর্থিক পুরস্কার ঘোষণা থেকে শুভেচ্ছার জোয়ার ভাসছে ভারতীয় দল। শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
advertisement

ভারতীয় অনুর্ধ্ব ১৯ বিশ্বজয়ী মহিলা দলকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন,"ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন। উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে কী দুর্দান্ত জয়! এটি কেবল শুরু, আমি নিশ্চিত যে ভারতের মেয়েরা সামনের দিনগুলিতে আরও সাফল্য অর্জন করবে।"

advertisement

আরও পড়ুনঃ বিশ্ব জয়ী রিচাকে স্যালুট বাবার, মেয়ের জন্য করেছেন সারপ্রাইজ গিফটের ব্যবস্থা

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

প্রসঙ্গত, মেগা ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের নত ভেঙে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শভী চোপড়া। এছাড়া একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ, শেফালি ভার্মা, সোনম মুকেশ যাদব। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ২৪ করে রান করেন সৌম্যা তিওয়ারি ও গঙ্গোরী তৃষা। ভরতীয় মহিলা ক্রিকেটে প্রথম বিশ্ব জয়েক পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মার দল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় অনুর্ধ্ব ১৯ মহিলা দলকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল