২০১৬-১৭ সালে শেষবার সন্তোষ ট্রফি জিতেছিল বাংলা। তারপর শুধুই হতাশা। আট বছর পর ফের ভারত সেরার মুকুট বাংলার মাথায়। নবান্ন সভাঘরে বাংলা দলের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সকলকে বিশেষ উপহার দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা শুধু একটা ট্রফি নয়,”এটা বাংলার গর্ব, দেশের গর্ব। আমার বিশ্বাস তোমরা যদি ঠিক করে খাওয়া-দাওয়া করো, ভাল করে অনুশীলন করো, তা হলে এক দিন বিশ্বকাপও খেলতে পারবে।
advertisement
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যা বলেন,”এদের পিছুটান নেই। কিন্তু আর্থিক প্রয়োজন আছে। যারা খেলায় অংশ নিয়েছে, স্পোর্টস ডিপার্টমেন্ট একটা চাকরি এর ব্যবস্থা করুক। একইসঙ্গে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে অভিনন্দন হিসাবে ৫০ লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে। এই ছেলেরাই যদি আরও ভাল ট্রেন্ড হয় তাহলে আমি বিশ্বাস করি এরা একদিন বিশ্বকাপ খেলবে।”
আরও পড়ুনঃ GK: বলুন তো দেখি, দিঘার সমুদ্রের ওপারে কী রয়েছে? উত্তর আপনার কল্পনার বাইরে
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর রাতে সন্তোষ ট্রফি ফাইনালে কেরলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা। ফাইনালে কেরলকে ১-০ গোলে হারায় সঞ্জয় সেনের ছাত্ররা। একেবারে শেষ মুহূর্তে বাংলার জয় নিশ্চিত করেন রবি হাঁসদা। প্রতিযোগিতায মোট ১২টি গোল করে ইতিহাস তৈরি করেছেন রবি।