TRENDING:

‘‘ পর্তুগালের হয়ে ট্রফি জিততে যা যা করা দরকার, তাই করব ’’ : রোনাল্ডো

Last Updated:

প্রথমবার দেশকে ইউরোপ সেরা করবার জন্য সামনে আর একটাই হার্ডল পেরোতে হবে রোনাল্ডোদের ৷ সেটা ফাইনালের হার্ডল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস: গোটা ইউরো কাপে সেভাবে তাঁকে ছন্দে দেখা যায়নি ৷ হাঙ্গেরির বিরুদ্ধে গোটা দু’য়েক দর্শনীয় গোল ছাড়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে তাঁর ফ্যানেরা ক্রমেই হতাশ হয়ে পড়ছিলেন ৷ কিন্তু অবশেষে সেই হতাশা কাটল তাঁদের ৷ সেমিফাইনালে ওয়েলসের বিরুদ্ধে শুধু গোল করলেনই না , গোল করালেনও ৷ ফলে আবার রাতারাতি সমর্থকদের চোখের মণি হয়ে উঠেছেন সিআরসেভেন ৷
advertisement

প্রথমবার দেশকে ইউরোপ সেরা করবার জন্য সামনে আর একটাই হার্ডল পেরোতে হবে রোনাল্ডোদের ৷ সেটা ফাইনালের হার্ডল ৷ তাও আবার প্রতিপক্ষ ফ্রান্স ৷ নিজেদের দেশে যাদের বড় টুর্নামেন্টে খুব একটা হারের নজির নেই ৷ শেষবার ১২ বছর আগে ফিগোর পর্তুগাল উঠেছিল ইউরোর ফাইনালে ৷ সেবার গ্রিসের কাছে হেরে যেতে হয়েছিল ৷ কিন্তু এবার তেমনটা হোক, তা কিছুতেই চায় না রোনাল্ডো অ্যান্ড কোম্পানি ৷ ফাইনালের আগে তাঁর হুঙ্কার, ‘‘ পর্তুগালকে চ্যাম্পিয়ন করতে যা যা করা দরকার তা আমরা করব ৷’’

advertisement

২০০৪ সালে শেষবার যখন ইউরো কাপের ফাইনালে উঠেছিল পর্তুগাল ৷ তখন রোনাল্ডোর বয়স মাত্র ১৮ ৷ স্মৃতিতে অনেক কিছুই রয়েছে তাঁর ৷ কিন্তু গ্রিসের কাছে ফাইনালে হারের স্মৃতি এখন মুছে ফেলতেই চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ তিনি বলেন, ‘‘ অনেকেই আমাদের ফাইনালে ওঠার আশা ছেড়ে দিয়েছিলেন ৷ কিন্তু শেষপর্যন্ত আমরা ফাইনালে উঠেছি ৷ আশা করি এবার ওরা চুপ করবেন ৷ সমালোচকদের ভুল প্রমাণ করতে পেরে আমরা যেমন খুশি , তেমনই গর্বিত ৷ তবে কাজটা এখনও শেষ হয়নি ৷ রবিবারের ফাইনালের জন্য এবার তৈরি হতে হবে ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ইউরোয় ন’টা গোল করে ইতিমধ্যেই মিশেল প্লাতিনির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন রোনাল্ডো ৷ এপ্রসঙ্গে তিনি বলেন, ‘‘ রেকর্ড ভাঙতে বা গড়তে ভাল লাগে ৷ প্রচুর রেকর্ড ভেঙেছি ৷ এখনও ভাঙছি দেশের বা ক্লাবের হয়ে ৷ আগামী দিনেও আরও ভাঙব ৷ কিন্তু এইমুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা ফাইনালে উঠেছি ৷ চ্যাম্পিয়ন্স লিগের পর এই টুর্নামেন্টটা জেতা আমার অনেকদিনের স্বপ্ন ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ পর্তুগালের হয়ে ট্রফি জিততে যা যা করা দরকার, তাই করব ’’ : রোনাল্ডো