TRENDING:

‘‘ পর্তুগালের হয়ে ট্রফি জিততে যা যা করা দরকার, তাই করব ’’ : রোনাল্ডো

Last Updated:

প্রথমবার দেশকে ইউরোপ সেরা করবার জন্য সামনে আর একটাই হার্ডল পেরোতে হবে রোনাল্ডোদের ৷ সেটা ফাইনালের হার্ডল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস: গোটা ইউরো কাপে সেভাবে তাঁকে ছন্দে দেখা যায়নি ৷ হাঙ্গেরির বিরুদ্ধে গোটা দু’য়েক দর্শনীয় গোল ছাড়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে তাঁর ফ্যানেরা ক্রমেই হতাশ হয়ে পড়ছিলেন ৷ কিন্তু অবশেষে সেই হতাশা কাটল তাঁদের ৷ সেমিফাইনালে ওয়েলসের বিরুদ্ধে শুধু গোল করলেনই না , গোল করালেনও ৷ ফলে আবার রাতারাতি সমর্থকদের চোখের মণি হয়ে উঠেছেন সিআরসেভেন ৷
advertisement

প্রথমবার দেশকে ইউরোপ সেরা করবার জন্য সামনে আর একটাই হার্ডল পেরোতে হবে রোনাল্ডোদের ৷ সেটা ফাইনালের হার্ডল ৷ তাও আবার প্রতিপক্ষ ফ্রান্স ৷ নিজেদের দেশে যাদের বড় টুর্নামেন্টে খুব একটা হারের নজির নেই ৷ শেষবার ১২ বছর আগে ফিগোর পর্তুগাল উঠেছিল ইউরোর ফাইনালে ৷ সেবার গ্রিসের কাছে হেরে যেতে হয়েছিল ৷ কিন্তু এবার তেমনটা হোক, তা কিছুতেই চায় না রোনাল্ডো অ্যান্ড কোম্পানি ৷ ফাইনালের আগে তাঁর হুঙ্কার, ‘‘ পর্তুগালকে চ্যাম্পিয়ন করতে যা যা করা দরকার তা আমরা করব ৷’’

advertisement

২০০৪ সালে শেষবার যখন ইউরো কাপের ফাইনালে উঠেছিল পর্তুগাল ৷ তখন রোনাল্ডোর বয়স মাত্র ১৮ ৷ স্মৃতিতে অনেক কিছুই রয়েছে তাঁর ৷ কিন্তু গ্রিসের কাছে ফাইনালে হারের স্মৃতি এখন মুছে ফেলতেই চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ তিনি বলেন, ‘‘ অনেকেই আমাদের ফাইনালে ওঠার আশা ছেড়ে দিয়েছিলেন ৷ কিন্তু শেষপর্যন্ত আমরা ফাইনালে উঠেছি ৷ আশা করি এবার ওরা চুপ করবেন ৷ সমালোচকদের ভুল প্রমাণ করতে পেরে আমরা যেমন খুশি , তেমনই গর্বিত ৷ তবে কাজটা এখনও শেষ হয়নি ৷ রবিবারের ফাইনালের জন্য এবার তৈরি হতে হবে ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইউরোয় ন’টা গোল করে ইতিমধ্যেই মিশেল প্লাতিনির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন রোনাল্ডো ৷ এপ্রসঙ্গে তিনি বলেন, ‘‘ রেকর্ড ভাঙতে বা গড়তে ভাল লাগে ৷ প্রচুর রেকর্ড ভেঙেছি ৷ এখনও ভাঙছি দেশের বা ক্লাবের হয়ে ৷ আগামী দিনেও আরও ভাঙব ৷ কিন্তু এইমুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা ফাইনালে উঠেছি ৷ চ্যাম্পিয়ন্স লিগের পর এই টুর্নামেন্টটা জেতা আমার অনেকদিনের স্বপ্ন ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ পর্তুগালের হয়ে ট্রফি জিততে যা যা করা দরকার, তাই করব ’’ : রোনাল্ডো