টি টোয়েন্টি যুগেও মানুষের মন থেকে ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরমেট মুছে যায়নি এটা তার প্রমান। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের থেকে অনুমতি চেয়েছিল মাঠে একশো শতাংশ দর্শকের জন্য। সেই ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে হয়েছিল এই মাঠে। আর শেষ টেস্ট ম্যাচ হয়েছিল আফগানিস্তানের বিরুদ্ধে ২০১৮ সালে। তারপর থেকে আইপিএল বাইরে হয়।
advertisement
বিদেশের মাঠে হওয়ার কারণে বেঙ্গালুরুর দর্শকরা দীর্ঘদিন ম্যাচ পাননি। তাই এবার টিকিটের চাহিদা ছিল আকাশছোঁয়া। কর্ণাটক সরকার করোনা পরিস্থিতি বিচার করে সাড়া দিয়েছে। একটা সময় এই রাজ্যে ভাইরাস আক্রান্তের সংখ্যা কন্ট্রোলের বাইরে চলে গেলেও, এখন ধীরে ধীরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। তাছাড়া বিরাট কোহলির আইপিএলের ফ্র্যাঞ্চাইজি আরসিবির ঘরের মাঠ চিন্নাস্বামী। দিন-রাতের টেস্ট।
সকালের পরিবর্তে শুরু হবে দুপুর দুটো থেকে। ফ্লাড লাইটে খেলা। সব মিলিয়ে ভারতের মাটিতে এটা তৃতীয় গোলাপি বলের টেস্ট হতে চলেছে। প্রথমটা হয়েছিল কলকাতার ইডেনে। দ্বিতীয়টি হয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দুটি টেস্ট ৩ দিনের মধ্যে জিতেছিল ভারত। বাংলাদেশ এবং ইংল্যান্ডকে হারিয়ে।