আনরিখ নরকিয়ার আইপিএল থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে চেতন ঋষভ পন্থের দলের নির্ভরযোগ্য পেসার হয়ে উঠতেই পারেন। সম্প্রতি রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে গোয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনটি এবং দ্বিতীয় ইনিংসে ৩৮ রানের বিনিময়ে ৬ উইকেট নেন চেতন। বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে তিনি ৬২ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন।
advertisement
উল্লেখ্য, গত বছর আইপিএলের প্রথমার্ধে ভাল পারফর্ম করায় ভারতের শ্রীলঙ্কা সফরে টি ২০ ও একদিনের সিরিজে অভিষেক হয় সাকারিয়ার। ১টি একদিনের আন্তর্জাতিকে ২টি এবং ২টি টি ২০ আন্তর্জাতিক খেলে তাঁর ঝুলিতে রয়েছে ১টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৮ সালে অভিষেকের পর ১৮ ম্যাচে চেতন পেয়েছেন ৫৩টি উইকেট।
লিস্ট এ-তে তাঁর উইকেটের সংখ্যা ১৫ ম্যাচে ২৪। ৩৮টি টি ২০ ম্যাচে বছর ২৪-এর চেতনের ৫১টি উইকেট রয়েছে। গত বছরের আইপিএলে চেতন সাকারিয়া ১৪টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছিলেন। সেরা বোলিং ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট। ময়াঙ্ক আগরওয়াল, নীতীশ রানা, দীনেশ কার্তিকদের আউট করলেও সেরা মুহূর্তটি যে ছিল মহেন্দ্র সিং ধোনিকে সাজঘরে ফেরানো, সেটা স্বীকার করেছেন চেতন সাকারিয়া।
তিনি বলেন, গত বছরের আইপিএলে ধোনির উইকেট তুলে নেওয়াই আমার কাছে সেরা মুহূর্ত। অভিষেক ম্যাচটি নিঃসন্দেহে স্পেশ্যাল ছিল। কিন্তু ধোনির উইকেটের সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না। তিনি একজন কিংবদন্তি। ফলে একজন কিংবদন্তিকে বল করা এবং তাঁর উইকেট পাওয়া সব সময়ই এক তৃপ্তিদায়ক অনুভূতি।
এবার বিরাট কোহলির উইকেট তার প্রধান টার্গেট জানিয়ে দিলেন চেতন। একজন তরুণ ফাস্ট বোলার হিসেবে এটাই তার স্বপ্ন। বলা বাহুল্য অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে বাহাতি পেসার দলে নেওয়ার ভাবনা রয়েছে ভারতের। চেতন আইপিএলে ভাল পারফর্ম করলে বিশ্বকাপের দরজা খুলে যেতে পারে।