নজরে যাঁরা
মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস, মঈন আলি, ডেভন কনওয়ে, দীপক চাহার, ঋতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়াডু, মিচেল স্যান্টনার, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা
শক্তি
অলরাউন্ডার বেন স্টোকসের অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করেছে চেন্নাইকে। বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা রয়েছে তাঁর। পাশাপাশি মন্থর পিচে গতির হেরফেরে বিপক্ষ ব্যাটসম্যানকে সমস্যায় ফেলতেও সক্ষম তিনি। রবীন্দ্র জাদেজা, মঈন আলি, মিচেল স্যান্টনার, মহেশ থিকশানার উপস্থিতি ধারালো করেছে স্পিন বিভাগকে।
advertisement
ওপেনিংয়ে ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড় জুটি ভরসাযোগ্য। মিডল অর্ডারে ধোনি, জাদেজা, মঈন, স্টোকস ছাড়াও রয়েছেন অম্বাতি রায়াডু। তবে ধোনির অনবদ্য নেতৃত্বই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সিএসকের।
দুর্বলতা
ডান-হাতি পেসার দীপক চাহার চোট সারিয়ে ফিরলেও ম্যাচের মধ্যে নেই। তবে চোটের জন্য ছিটকে গিয়েছেন বাঁ-হাতি পেসার মুকেশ চৌধুরি। আবার চেন্নাই মানেই দলের গড় বয়স বেশি। প্রচণ্ড গরমের মধ্যে টানা খেলার ধকল সিনিয়ররা কতটা নিতে পারবেন, তা নিয়েও রয়েছে প্রশ্ন।
সম্ভাবনা
প্লে-অফে তো বটেই, আরও এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে চেন্নাই সুপার কিংসের।
সেরা ফল: ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে চ্যাম্পিয়ন
অনেকেই বলছেন এটাই হয়তো মহেন্দ্র সিং ধোনির শেষ বছর আইপিএলে। সেটা নিশ্চিত করে বলা না গেলেও চেন্নাই ক্রিকেটাররা যে মাহির জন্যই পঞ্চম বার চ্যাম্পিয়ন হওয়ার লড়াই চালাবে সেটা বলা যায় নিশ্চিত করে।