তার আগে ব্যবসায়িক দিক থেকে একটা বড় অর্জনের খবর পেল চেন্নাই সুপার কিংস। ভারতের ক্রীড়াক্ষেত্রে প্রথম ‘ইউনিকর্ন কোম্পানি’ হয়েছে তারা। কোনো নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের মূল্য যখন ১০০ কোটি ডলার ছাড়িয়ে যায়, ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রিতে সেটিকেই ইউনিকর্ন নাম দেওয়া হয়। চেন্নাই সুপার কিংসের বাজারে থাকা মূলধনের পরিমাণ এই মুহূর্তে ৭ হাজার ৬০০ কোটি টাকা। ডলারের হিসাবে ১০১ কোটি ডলারের বেশি।
advertisement
‘গ্রে মার্কেটে’ এই মুহূর্তে চেন্নাইয়ের শেয়ার বিক্রি হচ্ছে ২১০-২২৫ টাকা দরে। শুধু এটিই নয়, ব্যবসায়িক দিক থেকে আরেকটি বড় রেকর্ডও ভেঙেছে চেন্নাই। এই ফ্র্যাঞ্চাইজি মূলত সিমেন্ট কোম্পানি ইন্ডিয়া সিমেন্টসের একটি সহপ্রতিষ্ঠান। কিন্তু এই মুহূর্তে চেন্নাইয়ের বাজার মূলধন যে অঙ্কে পৌঁছেছে, সেটি তাদের মূল কোম্পানি ইন্ডিয়া সিমেন্টের বাজার মূলধনের চেয়েও বেশি!
গত শুক্রবার ইন্ডিয়া সিমেন্টের বাজার মূলধনের পরিমাণ ছিল ৬ হাজার ৮৬৯ কোটি (৯১.৫৩ কোটি ডলার)। চেন্নাইয়ের শেয়ারের দাম বাড়ার পেছনে আইপিএলে নতুন দুই ফ্র্যাঞ্চাইজিরই ‘ভূমিকা’ আছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম। কলকাতার আরপিএসজি গ্রুপ এবারের আইপিএলে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে ৭ হাজার কোটি টাকার বেশি দামে, সিভিসি ক্যাপিটাল ৫ হাজার ৬২৫ কোটি টাকায় কিনেছে আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি।
এরপর থেকে চেন্নাইয়ের শেয়ারের দামও আকাশচুম্বী। প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংসই ভারতের ক্রীড়াক্ষেত্রের একমাত্র দল, যাদের শেয়ার জনসাধারণের বিনিয়োগের জন্য উন্মুক্ত। মাঠে চেন্নাইয়ের পারফরম্যান্সের কারণে শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে।
সব মিলিয়ে সিএসকের মাঠের বাইরে এই নজির আইপিএলের অন্য ফ্র্যাঞ্চাইজির নেই। জনপ্রিয়তার নিরিখে মুম্বই ইন্ডিয়ান্স এবং কেকেআর যথেষ্ট জনপ্রিয় সারা বিশ্বে। কিন্তু ব্র্যান্ড হিসেবে সকলকে ছাড়িয়ে গিয়েছে সিএসকে।
*আইপিএল ২০২২-এ যাঁদের ধরে রেখেছে চেন্নাই
রবীন্দ্র জাদেজা (১৬ কোটি )
মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি )
মঈন আলী (৮ কোটি )
রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি )