মণীশ পাণ্ডের সঙ্গে মাহির পার্টনারশিপই ভারতের স্কোরকে ১৮৮ রানে নিয়ে যেতে সাহায্য করে ৷ মণীশ ৭৯ এবং ধোনি শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৫২ রান করে ৷ কিন্তু একসময় ম্যাচ চলাকালীন মণীশকে বকাবকি করতেও দেখা যায় ধোনিকে ৷ তিনি যা বলেছিলেন, সেটা স্টাম্প মাইকে ধরাও পড়ে ৷ সাধারণত উইকেটের পিছন থেকে বোলারদের নানারকম নির্দেশ দিতে থাকেন ধোনি ৷ কিন্তু এদিন ধোনি ব্যাট করার সময় তাঁর নন-স্ট্রাইকার এন্ডে থাকা মণীশকে একবার অন্যমনস্ক থাকায় বলেন, ‘‘ কোথায় তাকিয়ে আছিস বো**** !! এদিকে তাকা !! ’’ সেই ভিডিও টুইটারে ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন পড়ে যায় ৷ দেখে নিন সেই ভিডিও ৷
advertisement
@msdhoni at his furious best both against SA and Manish Pandey ...
Bsdko ye dkho #SAvIND #Dhoni pic.twitter.com/KZCgWLzyaZ
— Maverick (@Mohit4882) February 21, 2018