TRENDING:

‘কুল’ ধোনি মেজাজ হারিয়ে মণীশকে কী বললেন ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও !

Last Updated:

ভারত অধিনায়ক থাকাকালীন ‘ক্যাপ্টেন কুল’ নামেই পরিচিত ছিলেন ধোনি ৷ কিন্তু বুধবার সেঞ্চুরিয়ানে কিছু অন্য দৃশ্যই দেখা গেল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সেঞ্চুরিয়ান: ওয়ান ডে সিরিজ হারের পর আরও একটা সিরিজ যাতে হারতে না হয়, তার জন্য বুধবারের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূ্র্ণ ছিল প্রোটিয়াদের কাছে ৷ ঘরের মাঠে পরপর দু’টো সিরিজ হারের লজ্জা থেকে বাঁচতে এখন নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ডুমিনিরা ৷ সেঞ্চুরিয়ানে অধিনায়ক ডুমিনি এবং হেনরিক ক্লাসেনের ব্যাটে ভর করে ৬ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা ৷ কিন্তু বুধবারের ম্যাচে এমন একটা দৃশ্য টিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা সচরাচর দেখা যায় না ৷ ভারত অধিনায়ক থাকাকালীন ‘ক্যাপ্টেন কুল’ নামেই পরিচিত ছিলেন ধোনি ৷ কিন্তু বুধবার সেঞ্চুরিয়ানে কিছু অন্য দৃশ্যই দেখা গেল ৷
advertisement

মণীশ পাণ্ডের সঙ্গে মাহির পার্টনারশিপই ভারতের স্কোরকে ১৮৮ রানে নিয়ে যেতে সাহায্য করে ৷ মণীশ ৭৯ এবং ধোনি শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৫২ রান করে ৷ কিন্তু একসময় ম্যাচ চলাকালীন মণীশকে বকাবকি করতেও দেখা যায় ধোনিকে ৷ তিনি যা বলেছিলেন, সেটা স্টাম্প মাইকে ধরাও পড়ে ৷ সাধারণত উইকেটের পিছন থেকে বোলারদের নানারকম নির্দেশ দিতে থাকেন ধোনি ৷ কিন্তু এদিন  ধোনি ব্যাট করার সময় তাঁর নন-স্ট্রাইকার এন্ডে থাকা মণীশকে একবার অন্যমনস্ক থাকায় বলেন, ‘‘ কোথায় তাকিয়ে আছিস বো**** !! এদিকে তাকা !! ’’ সেই ভিডিও টুইটারে ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন পড়ে যায় ৷ দেখে নিন সেই ভিডিও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
‘কুল’ ধোনি মেজাজ হারিয়ে মণীশকে কী বললেন ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও !