স্পেনের এই ব্যাডমিন্টন তারকা পিবিএল খেলতে এসেছেন ভারতে ৷সেখানে সিন্ধুর কাছ থেকে তাঁর পুরস্কারের মোট অঙ্কটা যখন তিনি জানতে পান ৷তখন রীতিমতো অবার মারিন ! কারণ সোনা জিতে তিনি নিজের দেশে পেয়েছেন ৯৪ হাজার ইউরো ৷ ভারতীয় মুদ্রায় যা ৭০ লক্ষ টাকা ৷ কিন্তু রূপো জিতেই তাঁর থেকে প্রায় ১৩ গুণ টাকা বেশি পেয়েছেন সিন্ধু ! সঙ্গে গাড়ি-বাড়ি তো রয়েছেই ৷ এসব দেখে মারিনও হয়তো ভাবছেন, ‘ইস্ ! ভারতে জন্মালেই ভাল হত’ ৷ সাংবাদিকদের ক্যারোলিনা মারিনা জানিয়েছেন, ‘‘ আমি শুনলাম সিন্ধু নাকি পুরস্কার হিসেবে কোটি-কোটি টাকা পেয়েছে৷ বাপরে ! এতো বিশাল ব্যাপার৷ আমিও নগদ পুরস্কার পেয়েছি স্পেনের সরকারের থেকে৷ কিন্তু সেটা সিন্ধুর প্রাপ্ত অর্থের তুলনায় মাত্র ১০-১৫ শতাংশ হবে৷ স্পেনে কিন্তু ব্যাডমিন্টনটা সেভাবে জনপ্রিয় নয়৷ কিন্তু সিন্ধু প্রমাণ করে দিয়েছে যে ভারতে এই খেলাটা অত্যন্ত জনপ্রিয়৷’’
advertisement