TRENDING:

অলিম্পিকে রূপো জিতেই সিন্ধু পেয়েছে ১৩ কোটি ! শুনে মাথায় হাত সোনাজয়ীর

Last Updated:

সরকারি জমি, বিদেশি গাড়ি বাদ দিয়েও নগদ ১৩ কোটি টাকা এসেছে সিন্ধুর ঝুলিতে৷ অথচ সিন্ধুকে হারিয়ে সোনা জয়ী ক্যারোলিন মারিন স্পেনে গিয়ে পেয়েছেন ৯৪ হাজার ইউরো৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: কথায় আছে যে রেসে বা যেকোনও প্রতিযোগীতায় ‘সেকেন্ড’কে কেউই মনে রাখে না ৷ আমাদের দেশে ক্রীড়াবিদদের ক্ষেত্রে বিষয়টা হয়তো উল্টো ৷ অলিম্পিকের মতো আসরে প্রচুর অ্যাথলিট অংশ নিয়ে তাঁদের মধ্যে দু’একজনই পদক জিতে দেশকে সম্মান এনে দেন ৷ অলিম্পিকে একটা রূপো বা ব্রোঞ্জ জিতলেই রাতারাতি সেই অ্যাথলিট ‘সেলিব্রিটি’ তকমা পান ৷ সারা জীবন অন্তত দারুণভাবে কাটানোর মতো টাকার অভাব পড়ে না ৷ কারণ দেশে ফিরেই অর্থ-জমি এবং অন্যান্য পুরস্কারে ভরিয়ে দেওয়া হয় তাঁকে ৷ এবছর ঠিক এমনটাই ঘটেছে হায়দরাবাদের মেয়ে পিভি সিন্ধুর সঙ্গে ৷ পুরস্কার হিসেবে জমি-বিদেশি গাড়ি বাদ দিয়েও ১৩ কোটি টাকা এসেছে তাঁর ঝুলিতে ৷ যা দেখে অবাক রিওতে সিন্ধুকে হারিয়েই সোনাজয়ী শাটলার ক্যারোলিনা মারিন ৷
advertisement

স্পেনের এই ব্যাডমিন্টন তারকা পিবিএল খেলতে এসেছেন ভারতে ৷সেখানে সিন্ধুর কাছ থেকে তাঁর পুরস্কারের মোট অঙ্কটা যখন তিনি জানতে পান ৷তখন রীতিমতো অবার মারিন ! কারণ সোনা জিতে তিনি নিজের দেশে পেয়েছেন ৯৪ হাজার ইউরো ৷ ভারতীয় মুদ্রায় যা ৭০ লক্ষ টাকা ৷ কিন্তু রূপো জিতেই তাঁর থেকে প্রায় ১৩ গুণ টাকা বেশি পেয়েছেন সিন্ধু ! সঙ্গে গাড়ি-বাড়ি তো রয়েছেই ৷ এসব দেখে মারিনও হয়তো ভাবছেন, ‘ইস্ ! ভারতে জন্মালেই ভাল হত’ ৷ সাংবাদিকদের ক্যারোলিনা মারিনা জানিয়েছেন, ‘‘ আমি শুনলাম সিন্ধু নাকি পুরস্কার হিসেবে কোটি-কোটি টাকা পেয়েছে৷ বাপরে ! এতো বিশাল ব্যাপার৷ আমিও নগদ পুরস্কার পেয়েছি স্পেনের সরকারের থেকে৷ কিন্তু সেটা সিন্ধুর প্রাপ্ত অর্থের তুলনায় মাত্র ১০-১৫ শতাংশ হবে৷ স্পেনে কিন্তু ব্যাডমিন্টনটা সেভাবে জনপ্রিয় নয়৷ কিন্তু সিন্ধু প্রমাণ করে দিয়েছে যে ভারতে এই খেলাটা অত্যন্ত জনপ্রিয়৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাড়া নেওয়া মাটির বাড়িতে চলছে পোস্ট অফিস, ৫'জির যুগেও পাঁচটা গ্রামের ভরসা এই জায়গা
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
অলিম্পিকে রূপো জিতেই সিন্ধু পেয়েছে ১৩ কোটি ! শুনে মাথায় হাত সোনাজয়ীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল