TRENDING:

মঙ্গলবার ব্রাজিল-আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচ, মেসির দেশ কী পারবে সেলেকাওদের হারাতে

Last Updated:

বিশ্বকাপে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ দেখার ইচ্ছে পূরণ হয়নি বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিদের। কিন্তু একমাসের মধ্যেই মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বি দুই দেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গত মাসে কাতারে শেষ হয়েছে টানটান একমাসের ফুটবল বিশ্বযুদ্ধ। ১৮ ডিসেম্বর মেগা ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। অতিরিক্ত সময়ে খেলা শেষ হয় ৩-৩ গোলে। টাই ব্রেকারে জেতে আর্জেন্টিনা। স্বপ্নপূরণ হয়েছে লিওনেল মেসির। ৩৬ বছর পর তৃতীয়বার বিশ্বজয় করেছে নীল-সাদা ব্রিগেড। যেই উৎসবের রেশ এখনও কাটেনি।
advertisement

অপরদিকে, ষষ্ঠবার বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে কাতার পারি দিয়েছিল ব্রাজিল। কিন্তু ফের একবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় নেইমারদের। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে হারতে হয় সেলেকাওদের। ফুটবল প্রেমিরা আশা করেছিল সেমি ফাইনালে দুই চির প্রতিদ্বন্দ্বি দেশের সাক্ষাৎ হবে। মুখোমুখি হবেন মেসি-নেইমাররা। কিন্তু সেই আশা পূরণ হয়নি।

বিশ্বকাপ শেষ হয়ে গেলেও চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দলের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় লড়াই জারি রয়েছে। এবার বিশ্বকাপ শেষ হওয়ার একমাসের মধ্যেই মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এই লড়াই দুই দেশের সিনিয়দর দলের নয়। ‘লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’ অর্থাৎ অনূর্ধ্ব ২০২৩ কোপা আমেরিকায় মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

advertisement

আরও পড়ুনঃ দলে থেকে গেলেন এমবাপে-নেইমার, পিএসজি থেকে 'বাদ' পড়লেন মেসি!

অনুর্ধ্ব-২০ কোপা আমেরিকার ‘এ’ গ্রুপে রয়েছে কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি ও বলিভিয়া। তবে ব্রাজিল জয় দিযে প্রতিযোগিতা শুরু করলেও প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে আর্জেন্টিনাকে। প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে হারিয়েছে সাম্বা ব্রিগেড। অপরদিকে, প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হারতে হয় নীল-সাদা ব্রিগেডকে। মঙ্গলবার ভোরে মুখোমুখি দুই দেশ।ভারতীয় সময় ভোর ৬টা থেকে খেলা।  লড়াইয়ে টিকে থাকার জন্য এই ম্যাচ জিততেও হবে আর্জেন্টিনাকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মঙ্গলবার ব্রাজিল-আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচ, মেসির দেশ কী পারবে সেলেকাওদের হারাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল