গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। সোমবার অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে তার দেহ নিয়ে যাওয়া হয় সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সেখানেই প্রয়াত ফুটবল সম্রাটকে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছিল। েসখানে নেইমার উপস্থিত থাকবেন বলে আশা করেছিলেন অনেকেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পেলের প্রয়াণে আবেগপ্রবণ বার্তা দিলেও সশীরের শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকেননি নেইমার।
advertisement
আরও পড়ুনঃ রোনাল্ডোকে রাজকীয়ভাবে স্বাগত জানাল আল নাসের, রইল ১০টি সেরা ছবি
ব্রাজিলের সংবাদ মাধ্যমের একাংশের মত, পেলে যে ১০ নাম্বার জার্সি পরে খেলতেন সেই ১০ নাম্বার জার্সি এখন নেইমার পরেন। ২ দিন ধরে শ্রদ্ধা জানানো হলেও একদিনও কেন আসতে পারলেন না নেইমার তা নিয়েও ওঠে প্রশ্ন। এই বিষয়ে ক্লাবের কাছে ছুটি চাইলে সেই ছুটি পিএসজি কর্তৃপক্ষ মঞ্জুর করতেন বলেই মনে করছে ব্রাজিলের সাংবাদিকরা। যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি নেইমারের তরফে।