তিন ঘণ্টার ম্যারথন বৈঠক। আর তাতেই শীলমোহর পড়ে গেল তিতের নামে। সেলেকাওর হটসিটে অ্যাডেনর লিওনার্দো বাসি। ফুটবল দুনিয়া তাঁকে চেনে তিতে নামেই। দুঙ্গার পর ব্রাজিল ফুটবল দলের দায়িত্বে ৫৫ বছর বয়সী বর্ষীয়ান কোচ। চেলসিকে হারিয়ে করিন্থিয়ান্সকে ক্লাব কাপ জেতানো কোচ এবার সেলেকাওদের জাতীয় দলের দায়িত্ব পেলেন।
চোট পাওয়ায় নিজের কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। খেলোয়াড় জীবনে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি কখনও। মাত্র ৩০ বছর বয়সেই কোচিং কেরিয়ার শুরু করেছিলেন। ফুটবলার হিসেবে যেটা পাননি, কোচ-ম্যানেজার হিসেবে যেন সেই খ্যাতি আর সাফল্যেই দু’হাত ভরে এসেছে তিতের জীবনে ৷
advertisement
বিশ্বকাপের পর বিগ ফিলের পরির্বতে হটসিটে বসার কথা ছিল তাঁরই। কিন্তু হঠাৎই এসে যায় বিশ্বকাপ জয়ী দুঙ্গার নাম। পিছিয়ে পড়েন তিতে। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার স্বপ্নে বিভোর তিতে ফিরিয়ে দেন জাপানের কোচ হওয়ার প্রস্তাব। কোপায় দুঙ্গা ব্যর্থ হওয়ার পর আর ভুল করেননি ব্রাজিল ফুটবল কনফেডারেশন। হটসিটে এবার বসলেন তিতেই ৷